ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৬:৪৫, ২৯ মে ২০১৫

বিদ্যুত সংযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত মিয়ারচর ও কুড়িরচর গ্রামের ৩৪১ পরিবার পেয়েছে বিদ্যুতের আলো। বৃহস্পতিবার সকালে ওই দু’টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি। এ সময় বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হেমচন্দ্র বৈদ্যসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। গৃহনির্মাণ সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ব্যক্তিগত তহবিল থেকে দশ গৃহহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী ও দুইজন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করেছেন। বৃহস্পতিবার মন্ত্রীর নীলফামারী শহরের ফুড অফিস সড়কের নিজ বাসভবনের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রশীদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ। বিজ্ঞানমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ দু’দিনব্যাপী বিজ্ঞানমেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের এ মেলায় ১৫টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের পসরা বসেছিল। জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নেয়। সমাপনী দিনে এই নতুন নতুন আবিষ্কার দেখতে কৌতূহলী মানুষ ভিড় করে। মেলায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। এর আগে বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। পাওয়ার টিলার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ মে ॥ কটিয়াদীতে ২০ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার ও রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ ওয়াহাব আইনউদ্দিন। এ সময় ইউএনও মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোজাহার হোসেন আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×