ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাপোলো ইস্পাতের দর বাড়ার কারণ নেই

প্রকাশিত: ০৬:৪০, ২৯ মে ২০১৫

এ্যাপোলো ইস্পাতের দর বাড়ার কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ কার্যদিবসের ৬ দিনই শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৫ টাকা বা ৪১ দশমিক ৩২ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। লভ্যাংশ পাঠিয়েছে সিঙ্গার বিডি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি গত ২৫ মে সোমবার লভ্যাংশের টাকা পাঠিয়েছে। আর ফোলিও হোল্ডারদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, যাদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে এখনও পৌঁছায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে সিঙ্গার বিডি শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
×