ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক

প্রকাশিত: ০৬:০২, ২৯ মে ২০১৫

প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো মাস্টার কার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রণ হক শিকদার, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস-প্রেসিডেন্ট গিতাংক দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান। এস কে সুর চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংক বেসরকারী খাতের শীর্ষস্থানীয় ব্যাংক। দেশে প্রথমবারের মতো মাস্টার কার্ড প্লাটিনাম সেবা চালু করার জন্য তাদের অভিনন্দন জানাই। তবে এই কার্ডের মাধ্যমে যাতে কোন ধরনের জালিয়াতি না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। সভাপতির ভাষণে শামসুল হুদা খান বলেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের বিশ্বমানের হাইটেক সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত; যার মাধ্যমে ভবিষ্যতে ব্যাংকের গ্রাহকগণ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে নগদ অর্থবিহীন লেনদেন করতে সক্ষম হবেন। এই সময় তিনি দেশের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় ন্যাশনাল ব্যাংকের ভূমিকা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে জানানো হয়, ন্যাশনাল ব্যাংক মাস্টার কার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। যেমন ঢাকা রিজেন্সির গ্রান্ডিওজ রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে একজনের সঙ্গে একজনের ফ্রি অফার, রূপসী বাংলা হোটেলে ফ্রি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ যাত্রীসেবা সুবিধা, ঢাকার ইউনাইটেড হাসপাতালে ফ্রি কর্পোরেট হেলথ চেকআপ, আজীবন ফ্রি কার্ড এবং ৬শ’টিরও বেশি আউটলেটে বিশেষ ছাড়। কবি শাহীন রেজার জন্মদিন আজ জীবনসন্ধানী কবি শাহীন রেজার ৫৩তম জন্মদিন আজ ২৯ মে। প্রেম, প্রকৃতি ও সৃষ্টিকর্তার কাছে সমর্পিত এ কবি ১৯৬২-এর এই দিনে পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। একাধারে কবি, চিত্র ও নাটক নির্মাতা, সম্পাদক ও গবেষক শাহীন রেজার নিজবাড়ি একই জেলার কাউখালী উপজেলাধীন শির্ষা গ্রামে। জন্মদিন উপলক্ষে চিন্তাশীল পাঠকের কাগজ বৈচিত্র্য কার্যালয়ে আজ বিকেলে ঘরোয়া আড্ডা ও কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। এতে দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি।
×