ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পারল না বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ২৮ মে ২০১৫

পারল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাছে বিধ্বস্ত হয়েছিল কিরঘিজস্তান। অথচ সেই দলটির কাছেই নাকানি চুবানি খেল বাংলাদেশ। নিজ মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। ৭ জাতির এই আসর ঘিরে অনেক স্বপ্ন ছিল। কিন্তু কোর্টের খেলায় দল ব্যর্থ হওয়ায় সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার পোল ‘বি’র খেলায় নেপালের কাছে ৩-২ সেটের দুঃখজনক হারে ডিবিবিএল এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ আসর থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের কাছে ১৫/২৫, ২৫/২১, ২৩/২৫, ২৫/১৬ ও ১৫/১১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। ফলে উদ্বোধনী ম্যাচে জয় পেলেও পরের দুটি ম্যাচ হারায় আসর শেষ হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার দিনের প্রথম খেলায় উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ সেটে (২৫/২১, ২৫/১৫, ১৭/২৫, ১৭/২৫ ও ১৫/১১ পয়েন্টে) জয় পেয়েছে তুর্কমেনিস্তান। কিরঘিজস্তানের বিপক্ষে ৩-০ সেটে (২৫/১৫, ২৫/১৮ ও ২৫/১৯ পয়েন্টে) জয় পেয়েছে মালদ্বীপ। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক ভলিবল সংস্থা ও এশিয়ান ভলিবল করফেডারেশনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হয় এ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী দিনে মালদ্বীপকে ৩-১ (২০-২৫, ২৫-১৯, ২৫-২১ ও ২৫-২০ পয়েন্ট) সেটে হারিয়ে আন্তর্জাতিক এই ভলিবল প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু নেপালের কাছে হেরে বিদায় নিতে হয়।
×