ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় আগুনে দুই শতাধিক দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:২৩, ২৭ মে ২০১৫

বরগুনায় আগুনে দুই শতাধিক দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৬ মে ॥ জেলা শহরের কেন্দ্রে অবস্থিত পৌরসুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে গেছে গেছে দু’শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার রাত সোয়া ১০টার দিকে একটি পুরাতন জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই বরগুনার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানো শুরু করেন। আগুনে আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সঙ্গে শতশত স্বেচ্ছাসেবক পাঁচ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ১৫ জন স্বেচ্ছাসেবক আহত হয়। বরগুনা শহরের একমাত্র চাইনিজ রেস্টুরেন্ট ‘হোটেল বে-অব বেঙ্গল’ আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এ হোটেলের প্রায় দু’কোটি টাকার ক্ষতি হওয়ায় তাদের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এছাড়াও আগুনে পুড়ে গেছে পৌরসুপার মার্কেটের গার্মেন্টস দোকান, জালের দোকান, ইলেকট্রনিক দোকান, ওয়ার্কসপ, টি স্টল, কসমেটিকসের দোকান এবং বিভিন্ন কোম্পানির গোডাউনসহ নানাবিদ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। পথে বসেছে এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। কর্মহীন হয়ে পড়েছে কয়েক শ’ কর্মচারী। কিশোরগঞ্জে বসতঘর নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকা-ে মালামালসহ বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হাজী নূরুল ইসলাম জানান, আগুনে নগদ টাকা, ধান ও আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দৌলতপুরে ম্যাচ ফ্যাক্টরি নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লেগে নার্গিস আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলারদর্গা সোনাইকু-ি বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। নীলফামারীতে ৪ ঘর স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অগ্নিকা-ে নীলফামারী পৌরসভা এলাকার নিউবাবু পাড়ার একটি পরিবারের ৪টি ঘর আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে ও মহল্লার আজিজার রহমানের বাড়িতে। এতে আজিজার রহমানের ৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত।
×