ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেকটি বর্ষসেরার পুরস্কার সাঙ্গাকারার

প্রকাশিত: ০৬:০০, ২৭ মে ২০১৫

আরেকটি বর্ষসেরার পুরস্কার সাঙ্গাকারার

স্পোর্টস রিপোর্টার ॥ জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে গেছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কুমার সাঙ্গাকারা এ বছর বিশ্বকাপ দিয়েই ইতি টেনেছেন ওয়ানডে ক্রিকেটে। তারপর থেকে ক্রিকেটেই বাইরে আছেন লঙ্কান টপঅর্ডার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তিনি এবার আরেকটি বর্ষসেরার পুরস্কার পেয়েছেন। সিইএটি আন্তর্জাতিক বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। মুম্বাইয়ে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাঙ্গাকারাকে বর্ষসেরার এ পুরস্কার দেয়া হয়। আজীবন সম্মাননা দেয়া হয়েছে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবকে। সিইএটি বর্ষসেরার পুরস্কারটি টেস্ট, ওয়ানডে এবং টি২০ এই তিন ফরেমেটে ক্রিকেটারদের পারফর্মেন্স বিবেচনায় এনে প্রদান করা হয়েছে। ২০১৪-১৫ মৌসুমে ক্রিকেটারদের নৈপুণ্য বিবেচনা করে সিইএটি ক্রিকেট রেটিংস (সিসিআর) অনুসারে ক্রিকেটারদের পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। সুনীল গাভাস্কার, ইয়ান চ্যাপেল ও ক্লাইভ লয়েড এ পুরস্কারের উদ্যোক্তা। সোমবার এ প্রতিষ্ঠানটির ১৯তম পুরস্কার ঘোষণা করা হয়। দুইবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। প্রথমটি অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে। তিনিই বিশ্ব ক্রিকেটের প্রথম অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে ৫ হাজারের বেশি রান এবং ৪ শতাধিক উইকেট শিকার করার গৌরব দেখিয়েছেন। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথকে বিশ্বের সেরা আন্তর্জাতিক বোলারের পুরস্কার প্রদান করা হয়। টেস্ট ক্রিকেটে তার ভয়ঙ্কর বোলিংয়ে লঙ্কানরা গত এক বছরে অনেক সাফল্য পেয়েছে। আর দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা টেস্ট ক্রিকেটের বর্ষসেরা ব্যাটসম্যান হয়েছেন। গত বছর লর্ডসে তরুণ ভারতীয় ওপেনার আজিঙ্কা রাহানের দুর্দান্ত সেঞ্চুরি জয় এনে দিয়েছিল দলকে। তিনি ভারতীয় বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। বিশেষ নৈপুণ্যের পুরস্কার পেয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তিনি কলকাতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে গত বছর ওয়ানডেতে ২৬৪ রানের বিশ্বরেকর্ড গড়া ইনিংস উপহার দেয়ার স্বীকৃতি হিসেবে ওই পুরস্কার পেয়েছেন। টি২০ ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন ডোয়াইন ব্রাভো। জনপ্রিয়তায় সেরা ক্রিকেটার হয়েছেন আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পেসার বিনয় কুমার। আর সেরা তরুণ খেলোয়াড় দীপক হুদা।
×