ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরী সমাবেশ

প্রকাশিত: ০৪:২৯, ২৬ মে ২০১৫

কিশোরী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ মে ॥ সোমবার বেলা ১০টায় মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বাল্যবিবাহ নিরোধ প্রকল্প’র আয়োজনে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক কিশোরী অংশগ্রহণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাল্যবিবাহ নিরোধ প্রকল্পের সমন্বয়কারী শাহজাহান খান। প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পারভেজ রায়হান। সুদবিহীন ঋণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃত করতে সোমবার দুপুরে জেলার আগৈলঝাড়া উপজেলার ৫০ দুগ্ধ খামারির মাঝে সুদবিহীন এক লাখ টাকা করে ঋণ বিতরণ করা হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প সমবায় অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সারাদেশের সঙ্গে যোগাযোগ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৫ মে ॥ বিরিশিরি-ঢাকা রাস্তায় কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুরের বেইলি ব্রিজটি গত ৯ মে বালুভর্তি ট্রাকসহ ভেঙ্গে যায়। এতে করে দুর্গাপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দীর্ঘদিন যাবৎ ব্রিজটি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও মিডিয়ায় প্রচার হওয়ার পরও স্থানীয় এমপি ছবি বিশ্বাসের জোর তদারকিতে কর্তৃপক্ষ ব্রিজটি মেরামত করে সোমবার থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। এতে করে দুর্গাপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে বিআইডব্লিউটিএর অধিগ্রহণ করা জমিতে গড়ে তোলা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মাদ আলিম উল্লাহ ও পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
×