ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে পাঁচ হাজার একর জমি অনাবাদি

সুইস গেট নির্মাণ শেষ না হওয়ায় ॥ পাঁচ গ্রামে হতাশা

প্রকাশিত: ০৪:২৪, ২৬ মে ২০১৫

সুইস গেট নির্মাণ শেষ না হওয়ায় ॥ পাঁচ গ্রামে হতাশা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৫ মে ॥ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাউবোর ৪৩/১ পোল্ডারের বৈঠাকাটা খালের ১ ব্যান্ডের সøুইস গেট নির্মাণ কাজ ৯ মাস ধরে চলছে। এখনও নির্মাণ কাজ শেষ না হওয়াতে পানি নিষ্কাশন বন্ধ থাকায় ৫ গ্রামের কৃষি কাজ বন্ধ আছে। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ মেরামত, নদী ভাঙ্গনরোধ, বক্স কালভার্ট ও পুরাতন সুইস গেট মেরামত ও ১৭ নতুন সুইস গেট নির্মাণ বিশ্বব্যাংকের অর্থায়নে ২৪৩ কোটি টাকার প্যাকেজ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল ও ভারতীয়া জয়েন্ট এ্যাডভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ বছর মেয়াদি এ কাজ গত বছর সেপ্টেম্বর মাসে শুরু হয়। প্রথম পর্যায় বৈঠাকাটা খালের ওপর ১ ব্যান্ডের এ সুইস গেট নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকে নির্মাণ কাজ ঢিলেঢালাভাবে চলছে। কাজ শেষ না হওয়াতে পায়রা নদীর সঙ্গে খালের সংযোগ বন্ধ থাকায় চাওড়া ইউনিয়নের কালীবাড়ী, বৈঠাকাটা, গিলাতলা, বেতমোর ও আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের একাংশের তিন হাজার কৃষক রবি ফসলের জন্য জমি চাষাবাদ করতে পারেনি। ইরি ও আউশ ধানের জন্য ৫ হাজার একর জমি চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বৈঠাকাটা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান সøুইস আমাদের প্রয়োজন। রবি ফসলের চাষাবাদ করতে পারিনি এতে কোন দুঃখ নেই। তবে নির্মাণ কাজ ঢিলেঢালাভাবে চলছে। এভাবে চলতে থাকলে ইরি, আউশ ও আমন ধানের জন্য জমি চাষাবাদ করতে না পারলে কৃষক মাঠে মারা যাবে। কৃষক কালাম হাওলাদার জানান জরুরীভাবে সøুইস নির্মাণ কাজ শেষ করতে হবে। কৃষক ইউসুফ জানান সøুইস গেট নির্মাণ কাজ শেষ না হলে আমরা কোন জমি চাষাবাদ করতে পারবো না। চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান জানান সøুইস গেটের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে বহুবার তাগিদ দিয়েছি। বরগুনার পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।
×