ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরাসী লীগ ওয়ান

শিরোপা উদযাপন পিএসজির

প্রকাশিত: ০৬:০৪, ২৫ মে ২০১৫

শিরোপা উদযাপন পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যাটট্রিক শিরোপা আগেই নিশ্চিত করেছিল প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। শনিবার ফরাসী লীগ ওয়ানে ২০১৪-১৫ মৌসুমের শেষ ম্যাচে জয় দিয়ে উদযাপনও করেছেন লুইজ, কাভানি, লাভেজ্জিরা। এদিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিএসজি ৩-২ গোলে পরাজিত করে রেইমসকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। ম্যাচ শেষ হওয়া মাত্রই শিরোপা উদযাপনে মেতে ওঠেন পিএসজির ফুটবলার-কর্মকর্তারা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি সুইডিশ সুপারস্টার জ¬াতান ইব্রাহিমোভিচ। প্যারিসে ম্যাচের ৩০ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাট্টির পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন কাভানি। প্রথমার্ধের শেষ মিনিটে ল?ুকাস মোউরার সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরাসী মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়ট। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে ম্যাচে ফেরে রেইমস। ফ্রাঙ্কো সাগনোরিয়ানের ক্রস থেকে হেডে গোল করেন আইসা মান্ডি। এরপর ম্যাচের ৮৩ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ইজিকুয়েল লাভেজ্জির বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কাভানি। এই গোলেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে পিএসিজ। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে ফরাসী মিডফিল্ডার ওমেনুকু এমফুলুর পাস থেকে রেইমসের হয়ে দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় কাইয়ি। এই গোলে ম্যাচ ফের জমে উঠে। শেষ পর্যন্ত অবশ্য বড় কোন চমক দিতে পারেনি অতিথিরা। ফলে দারুণ জয় নিয়েই শিরোপা উৎসবে মেতে ওঠেন পিএসজির ফুটবলাররা। শেষ হওয়া মৌসুমে ৩৮ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট সর্বোচ্চ ৮৩। ৭৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে লিও।
×