ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লতিফ সিদ্দিকীর জামিন নাকচ দায়রা জজ আদালতে

প্রকাশিত: ০৫:২২, ২৫ মে ২০১৫

লতিফ সিদ্দিকীর  জামিন নাকচ  দায়রা জজ আদালতে

কোর্ট রিপোর্টার ॥ সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত বক্তব্যের ৭ মামলায় জামিন না মঞ্জুর করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিচারক কামরুল হোসেন মোল্লা রবিবার জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন ।জামিন আবেদনের শুনানি করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী এ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল। এর আগে গত ১৭ মে জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করলে বিচারক শুনানির তারিখ পিছিয়ে ২৪ মে দিন ঠিক করেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে গত বছরের ২৮ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকীর কিছু মন্তব্যের পর দেশে-বিদেশে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি।
×