ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই মার্কিন কৃষ্ণাঙ্গ হত্যা অভিযুক্ত পুলিশকে অব্যাহতি ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৮, ২৫ মে ২০১৫

দুই মার্কিন কৃষ্ণাঙ্গ হত্যা অভিযুক্ত পুলিশকে  অব্যাহতি ॥  বিক্ষোভ

ক্লিভল্যান্ডে দুই নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগ থেকে পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। ওই পুলিশ সদস্য একটি গাড়ির বনেটে উঠে গাড়িতে বসা নিরস্ত্র দুই কৃষ্ণাঙ্গকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। গাড়ির জানালা ভেদ করে গুলি তাদের আঘাত করলে তারা নিহত হন। খবর এএফপি’র। ২০১২ সালে ১৩ পুলিশ কর্মকর্তা টিমোথি রাসেল ও ম্যালিসা উইলিয়ামসের গাড়ি ধাওয়া করে তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হন। এই ঘটনায় শুধু মাইকেল বার্লোকেই (৩১) অভিযুক্ত করা হয়। ক্লিভল্যান্ডের একটি আদালত তাকে ইচ্ছাকৃতভাবে নরহত্যার দায় থেকে অব্যাহতি দিয়েছে। এই রায়ের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাতেও বিক্ষোভ অব্যাহত থাকে।
×