ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানে সফল ‘মাশান’ মিশন

প্রকাশিত: ০৫:০৬, ২৫ মে ২০১৫

কানে সফল ‘মাশান’  মিশন

সংস্কৃতি ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস এ্যাওয়ার্ড জিতেছে স্বাধীন ভারতীয় চলচ্চিত্র ‘মাশান’। টুইটারে এ খবর জানিয়েছেন চলচ্চিত্রটির অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি লিখেছেন, কান উৎসবে এবার ফিপ্রেসি এ্যাওয়ার্ড জিতেছে আমাদের চলচ্চিত্র ‘মাশান’, পুরস্কার দিয়েছেন আন্তর্জাতিক সমালোচকরা। আমরা সবাই খুবই গর্বিত বোধ করছি। পুরস্কার গ্রহণের পর নিজের সব কলাকুশলী, প্রযোজক, নিজের গুরু অনুরাগ কাশ্যাপসহ কাউকেই ধন্যবাদ দিতে ভোলেননি পরিচালক নীরাজ। তার নাম ঘোষণার সময় মিলনায়তনজুড়ে হাততালি ও হাসির শব্দও শোনা যায়। নীরাজের এই অর্জন ভারতের জন্য বিরাট ঘটনা। তিনি কাজ করেছেন অনুরাগ কাশ্যাপের সহকারী হিসেবে। গুরু যা পারেননি, শিষ্য তাই করে দেখালেন। তবে গুরু শিখিয়েছেন বলেই তো পেরেছেন! তাই টুইটারে অনুরাগের নাম উল্লেখ করে নীরাজ টুইট করেছেন, ‘অনুরাগ দেখো তোমার শিক্ষা আমাকে কি পাইয়ে দিয়েছে! এর আগে গত ২৩ মে উৎসবের সপ্তম দিনে নীরাজ গাইয়ানের ‘মাশান’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলচ্চিত্রে রিচা চাড্ডা ছাড়ও আরও অভিনয় করেছেন শোয়েতা ত্রিপাঠি, সঞ্জয় মিশরা এবং ভিকি কুশাল।
×