ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজাহিদের সঙ্গে সাক্ষাত করলেন তিন আইনজীবী

প্রকাশিত: ০৮:০০, ২৪ মে ২০১৫

মুজাহিদের সঙ্গে সাক্ষাত করলেন তিন আইনজীবী

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, না’গঞ্জ, ২৩ মে ॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত করেছেন তার তিন আইনজীবী। শনিবার বেলা সোয়া দশটার দিকে তিন আইনজীবী নারায়ণগঞ্জ কারাগারে তার সঙ্গে দেখা করেন। এই তিন আইনজীবী হলেন-শিশির মনির, নাজিবুর রহমান ও এহসান সিদ্দিক। তবে তাদের সঙ্গে মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর এলেও তিনি কারাগারের বাইরে ছিলেন। সাক্ষাত শেষে মুজাহিদের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, কারাগারে আটক মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে দেয়া রায়ের বিরুদ্ধে দাখিল করা আপীলের শুনানি চলছে। আগামী ২৪ মে আপীল বিভাগ আপীলের যুক্তিতর্ক নির্ধারণ করেছেন। মামলার যুক্তিতর্কের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার (মুজাহিদের) সঙ্গে পরামর্শ করা হয়েছে। শিশির মনির আরও জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাল এবং শক্ত আছেন। তিনি মামলার যুক্তিতর্ক দৃঢ়ভাবে আদালতে উত্থাপন করার জন্য বলেছেন। তিন আইনজীবী কারাগারে আধাঘণ্টার বেশী মুজাহিদের সঙ্গে কথা বলে বের হয়ে যান।
×