ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ মে ২০১৫

হিসাব বিজ্ঞান ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২৮.নিচের কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য নয়? ক) সঠিক লাভ-ক্ষতি নির্ধারণ খ) সম্পত্তির প্রতিস্থাপন গ) সম্পত্তির মূল্যায়ন ঘ) মূলধনের সুদ নির্ণয় ২৯.ব্যাংকের অন্যতম কার্যাবলি হচ্ছে - ক) বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা খ) পণ্য বিক্রয় করা গ) সেবা প্রদান করা ঘ) প্রাপ্য বিল বাট্টা করা ৩০.অনগদ লেনদেন হলো - র. ক্রয় বাট্টা রর. অবচয় ররর. বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১.একতরফা দাখিলা পদ্ধতি হতে দু’তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় ধারে বিক্রয় বের করার জন্য কোন হিসাব প্রস্তুত করতে হয়? ক) দেনাদার হিসাব খ) পাওনাদার হিসাব গ) প্রাপ্য বিল ঘ) প্রদেয় বিল হিসাব ৩২.নিচের কোনটিতে রেওয়ামিল সমন্বয় এবং আর্থিক বিবরণী সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়? ক) খতিয়ানে খ) কার্যপত্রে গ) আয় বিবরণীতে ঘ) আর্থিক অবস্থার বিবরণীতে ৩৩.ক্রেডিট জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করলে যোগ হবে - র. নগদান বইয়ের ডেবিট অমিল রর. পাস বইয়ের ডেবিট অমিল ররর. নগদান বই ও পাস বইয়ের ক্রেডিট অমিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪.কোনো খতিয়ান হিসাবের উভয় দিক আপনা-আপনি সমান হয়ে গেলে হিসাবটিকে কী বলা হয়? ক) সুষম খ) ব্রেক ইভেন গ) সমতাপ্রাপ্ত ঘ) আদর্শমান অর্জন ৩৫.তিনঘরা নগদান বইতে কোন সংক্রান্ত লেনদেনের জের টানা হয় না? ক) ব্যাংক সংক্রান্ত খ) নগদ সংক্রান্ত গ) বাট্টা সংক্রান্ত ঘ) সবগুলো ৩৬.ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে সমন্বয় বিবরণী শুরু করলে যোগ হবে - র. জমাকৃত চেক অনাদায়ী থাকা রর. ইস্যুকৃত চেক অনুপস্থিত থাকা ররর. ব্যাংক সুদ নগদান ভুক্ত না হওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭.ঈ/ঋ - এর পূর্ণরূপ কী? ক) ঈধৎৎরবফ ঋড়ৎ খ) ঈধৎৎুরহম ঋড়ৎধিৎফ গ) ঈধৎৎরবফ ঋড়ৎধিৎফ ঘ) ঈধৎৎরবফ ঋড়ৎধিৎফ ৩৮.সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় কোন নীতিতে? ক) মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি খ) বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা গ) ক্রয়মূল্যের নীতি ঘ) পূর্ণ প্রকাশের নীতি ৩৯.মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে- র. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা রর. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা ররর. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০.কুঋণ সঞ্চিতি রাখা হয় - র. যখন দেনাদারবৃন্দ দেউলিয়া হয়ে যায় রর. কুঋণ অবলোপনের জন্য ররর. সম্ভাব্য কুঋণের হিসাবে বরাদ্দ রাখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১.পৃথক সত্তার ধারণার সৃষ্টি হয়েছে- র. হিসাব সমীকরণ রর. অ=খ+ঙঊ ররর. দায়সমূহ+মালিকানাস্বত্ব=সম্পত্তিসমূহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২.জনাব মামুনের পাওনা ৫,৩০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,১০০ টাকা দেয়া হলো। বাট্টা নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ করা হবে? ক) ডেবিট পাশে নগদ কলামে খ) ক্রেডিট পাশে বাট্টা কলামে গ) ডেবিট পাশে বাট্টা কলামে ঘ) ক্রেডিট পাশে ও ডেবিট পাশে বাট্টা কলামে ৪৩.নগদান বই অসম্পূর্ণ রাখা যায় না। এর কারণ কী? ক) এটা অসম্পূর্ণ রাখলে হিসাবে জটিলতা দেখা দেয় খ) নগদান বই অসম্পূর্ণ রাখা আইনত নিষেধ গ) নগদান বইয়ের জেরের সাথে নগদান তহবিল মিলানো হয় ঘ) নগদান বই হিসাবের পাকা বই
×