ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৯, ২৪ মে ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৭. ‘ঘষ’ ধাতু দ্বারা সাধিত পদ কোনটি? ক) ঘর্ষণ খ) সৃষ্ট গ) ঘুমান ঘ) ঘষা ২৮. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়? ক) ণ খ) ন গ) ন্ন ঘ) ণ্য ২৯. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি? ক) রাজার রাজ্য খ) বাটির দুধ গ) দেশের লোক ঘ) রোজার ছুটি ৩০. ‘পরীক্ষায় সফল হও’ - এটি কোন প্রকার বাক্য? ক) বিবৃতিমূলক খ) ইচ্ছাসূচক গ) বিস্ময়সূচক ঘ) আদেশবাচক ৩১. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে? ক) তিন ভাগে খ) ছয় ভাগে গ) দু ভাগে ঘ) নয় ভাগে ৩২. ‘আজ যদি মাহমুদ আসত, কেমন মজা হত’ - বাক্যটি কোন কালের? ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত অতীত গ) নিত্যবৃত্ত অতীত ঘ) পুরাঘটিত বর্তমান ৩৩. বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? ক) সাধু খ) চলিত গ) কথ্য বাংলা ঘ) আঞ্চলিক ৩৪. ‘বিধু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) সুর খ) ভানু গ) সবিতা ঘ) সুধাংশু ৩৫. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী ধ্বনি বলা হয়? ক) ঘোষ ধ্বনি খ) অঘোষ ধ্বনি গ) মহাপ্রাণ ধ্বনি ঘ) অল্পপ্রাণ ধ্বনি ৩৬. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? ক) বহর খ) গমন গ) চিনি ঘ) সুখ ৩৭. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) অত্য + অন্ত খ) অতি + অন্ত্য গ) অতি + ন্ত ঘ) অতি + অন্ত ৩৮. ‘চৌ-হদ্দী’ মিশ্র শব্দটি কোন ধরনের? ক) তৎসম খ) তদ্ভব গ) অর্ধ-তৎসম ঘ) মিশ্র ৩৯. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়? ক) কমা খ) দাঁড়ি গ) সেমিকোলন ঘ) হাইফেন ৪০. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ক) ধ্বনিমূল খ) শব্দমূল গ) রূপ ঘ) রূপমূল ৪১. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে? ক) কর্মপদ খ) অব্যয় পদ গ) সর্বনাম পদ ঘ) ক্রিয়া বিশেষণ ৪২. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ক) ন খ) ন্য গ) ণ্য ঘ) ণ ৪৩. সাধু ভাষারীতির বাক্য কোনটি? ক) জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ খ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে গ) ধান কাটা হল সারা ঘ) দেখে এলাম তারে ৪৪. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’ - উদাহরণটি কোন বাক্যের? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) সংযুক্ত বাক্য ৪৫. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি? ক) পান্নাসবুজ খ) বীরসিংহ গ) কালস্রোত ঘ) রক্তকমল ৪৬. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? ক) পরাগত খ) সম্প্রকর্ষ গ) স্বরসংগতি ঘ) অন্ত্যস্বরাগম ৪৭. “এ কাজের ফল হাতে হাতে পাবে।” - এখানে ‘হাত কোন অর্থ প্রকাশ করেছে? ক) বিলম্বে খ) কাগজে কলমে গ) অবিলম্বে ঘ) হাতের দ্বারা ৪৮. ণত্ব বিধান ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? ক) শব্দতত্ত্বে খ) ধ্বনিতত্ত্বে গ) বাক্যতত্ত্বে ঘ) পদক্রমে
×