ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ইউটার্ন’

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মে ২০১৫

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ইউটার্ন’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশব্যাপী আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ইউটার্ন’। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলভী আহমেদ। ভার্সেটাইল মিডিয়ার প্রথম প্রযোজনা ‘ইউটার্ন’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন, শহীদুজ্জামান সেলিম, সোনিয়া হোসেন, আইরিন, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া ভার্সেটাইলের কর্নধার আরশাদ আদনান এ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এতে আরশাদ আদনানের বিপরীতে অভিনয় করেছেন আইরিন। এ প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, গল্পের প্রয়োজনেই আমি চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। আমার অভিনীত প্রথম এবং আমার প্রযোজনা সংস্থার প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’। আমি চেষ্টা করেছি দর্শককে সুস্থধারার একটি চলচ্চিত্র উপহার দিতে। আলভী আহমেদের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে যথেষ্ট সহযোগিতা করেছেন। আইরিনের সঙ্গে আমার অভিনয় আশা করি ভাল লাগবে দর্শকের। চিত্রনায়িকা আইরিন বলেন, আলভী ভাইয়ের প্রথম চলচ্চিত্র হলেও তিনি একটি ভাল চলচ্চিত্র নির্মাণ করেছেন যার গল্পে প্রাণ আছে, গানে এবং লোকেশনে নতুনত্ব আছে। আমি এই চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী। আরশাদ আদনান ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম চলচ্চিত্র। আশা করি ভাল লাগবে সবার। পরিচালক আলভী আহমেদ জানান, আসছে শুক্রবার শতাধিক হলে ‘ইউটার্ন’ মুক্তি পাবে।
×