ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ শুরু ফ্রেঞ্চ ওপেন

প্রকাশিত: ০৬:০৪, ২৪ মে ২০১৫

আজ শুরু ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছরের অপেক্ষার পর আজ থেকে শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। পুরুষ এককে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। রোলা গ্যারোয় গত এক দশক ধরে এককভাবেই রাজত্ব করছেন তিনি। শেষ দশ মৌসুমের নয়টিতেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। তবে চলতি মৌসুমে বাজে সময় কাটছে স্প্যানিশ এই টেনিস তারকার। ফ্রেঞ্চ ওপেনের আগে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন তিনি। এছাড়া এক সপ্তাহ আগে রোম মাস্টার্সের ফাইনালে এ্যান্ডি মারের কাছে হেরে যান রাফায়েল নাদাল। এর প্রভাব পড়েছে টেনিস র‌্যাঙ্কিংয়েও। সর্বশেষ প্রকাশিত ডব্লিউটিএ র‌্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে তার অবস্থান সাতে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে। শুধু তাই নয়, চলতি মৌসুমের শুরু থেকে স্প্যানিশ এই টেনিস তারকাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন অখ্যাত কিছু খেলোয়াড়ও। যে কারণে টেনিসবোদ্ধারাও ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট মানছেন না নাদালকে। তবে তা মানছেন না মহিলা এককের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। বরং ষষ্ঠ বাছাই নাদালের পাশে দাঁড়ালেন রাশিয়ান টেনিসের এই সেরা তারকা। এ বিষয়ে শারাপোভা বলেন, ‘বছরের এ সময়ে সবাই রাফার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। ও কয়েকটা ম্যাচ হেরেছে। আর তাতেই সবাই এত প্রশ্ন তুলে ফেলেছে। এটা খুবই অসম্মানজনক। ওর ইচ্ছে আর উদ্যমের জোরে আবারও চ্যাম্পিয়ন হয়ে সবাইকে ভুল প্রমাণ করতে পারে।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম জিতেছেন নাদাল। তার নয়টিই আবার ফ্রেঞ্চ ওপেনে। এবার কোর্টের লড়াইয়ে কিছুটা নিষ্প্রভ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হওয়া নাদাল। সেই ব্যর্থতা কাটিয়ে উঠার এটাই তার সেরা সুযোগ। তবে নাদাল কী পারবেন সেই সুযোগ কাজে লাগাতে? নাকি তার সামনে বড় বাধা হয়ে দাঁড়াবেন নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সম্প্রতি শেষ হওয়া ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে ইতালিয়ান ওপেন জেতায় ফ্রেঞ্চ ওপেন জয়ে দারুণ আত্মবিশ্বাসী জোকোভিচ। সুদীর্ঘ ক্যারিয়ারে ৮টি গ্র্যান্ডসøাম জিতেছেন এই সার্বিয়ান। কিন্তু দুর্ভাগ্য এখনও ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা ছোঁয়া হয়নি তার। দুইবার ফাইনালে খেললেও দু’বারই নাদালের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন জোকোভিচ। তবে এবার জিততে পারলে নতুন একটি মাইলফলকও স্পর্শ করবেন তিনি। অষ্টম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়বেন এই সার্বিয়ান। তার আগে এই কীর্তি গড়েছেন ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। নাদাল-জোকোভিচ ছাড়াও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো এ্যান্ডি মারের। কেননা দুই সপ্তাহ আগেই রাফায়েল নাদালকে পরাজিত করে মাদ্রিদ মাস্টার্সে চ্যাম্পিয়ন হন স্কটিশ তারকা। যে কারণে আত্মবিশ্বাস বেড়ে গেছে ব্রিটিশ তারকার। নাদাল-মারে-জোকোভিচ ছাড়াও ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট হিসেবে খেলতে নামবেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও। এছাড়াও রোলা গ্যারোয় জ্বলে উঠতে পারেন নতুন কোন খেলোয়াড়ও। তবে দুর্ভাগ্য মিলোস রাওনিকের।
×