ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লর্ডস টেস্ট

উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের দাপট

প্রকাশিত: ০৬:০৪, ২৪ মে ২০১৫

উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ কেন উইলিয়ামসন কেন সময়ের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান, তা আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টেই দারুণ এক সেঞ্চুরি (১১৫*) হাঁকিয়ে ঐতিহাসিক লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন ২৪ বছর বয়সী কিউই তারকা। পাশাপাশি হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। যার ওপর ভর করে শনিবার তৃতীয় দিন এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৪ উইকেটে ১০৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪১৫ রান। ২৬ রানে এগিয়ে ব্রেন্ডন ম্যাককুলামের দল। স্বাগতিক ইংল্যান্ড অলআউট হয় ৩৮৯ রানে। ইংল্যান্ডের মাটিতে অনেকটা ফেবারিটের মতো খেলছে বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। যেখানে সামনে থেকে আলো ছড়াচ্ছেন উইলিয়ামসন। ২ উইকেটে ৩০৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৪৭ রানে অপরাজিত রস টেইলর তুলে নেন ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি। ৬২ রান করে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ধরা পড়েন সাবেক অধিনায়ক। তবে আশা জাগিয়েও হাফ সেঞ্চুরি পাননি বর্তমান অধিনায়ক। ওয়ানডে স্টাইলে মাত্র ৩৮ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ম্যাককুলাম! কিন্তু অপরপ্রান্তে যথারীতি নিজের মতো চালিয়ে গেছেন উইলিয়ামসন। ৪০তম ম্যাচে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি। প্রতিভাবান এই ডানহাতির ইনিংসটি ছিল দেখার মতো। উইকেটের চারদিকে নয়নাভিরাম সব শট খেলেছেন তিনি। একেবারে খাঁটি টেস্ট স্টাইলে ২২০ বলে ১৩ চারের সাহায্যে ১১৫ রান নিয়ে ব্যাট করছিলেন উইলিয়ামসন। আগের দিন সফরকারীদের ভাল শুরু এনে দেন দুই ওপেনার। ৩৪ ওভারে ১৪৮ রান যোগ করেন গাপটিল-লাথাম। ৫৯ রানে স্পিনার মঈন আলির বলে এলবিডব্লিউ হন লাথাম। দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে জায়গা পাওয়া গাপটিলও মন্দ করেননি। যদিও সেঞ্চুরি পাননি বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব কাঁপিয়ে দেয়া ওপেনার। আউট হয়েছেন ৭০ রানে। বিশ্বকাপে ২৩৭ রানের অতিমানবীয় ইনিংস খেলে বদলে দিয়েছিলেন ৪০ বছরের ইতিহাস। সাড়ে তিন বছর পর সাদা পোশাকে প্রত্যাবর্তন হওয়া ওপেনার কাউন্টিতে চার দিনের প্রথমশ্রেণীর ম্যাচে ডার্বিশায়ারের হয়ে খেলেন ক্যারিয়ার সেরা ২২৭ রানের ইনিংস! দীর্ঘ বিরতির পর ফিরে পেলেন টেস্ট হাফ সেঞ্চুরি। দলও পৌঁছে গেছে শক্ত অবস্থানে। ইংলিশদের হয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড। এর আগে দলীয় ৩০ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেন চার মিডলঅর্ডার ব্যাটসম্যান জো রুট (৯৮), বেন স্টোকর্স (৯২), জস বাটলার (৬৭) ও মঈন আলি (৫৮)। কিউইদের হয়ে ৪টি করে উইকেট নেন দুই পেসার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
×