ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবারের ব্যর্থতা আগামীর অনুপ্রেরণা ॥ দিশা

প্রকাশিত: ০৬:০৩, ২৪ মে ২০১৫

এবারের ব্যর্থতা আগামীর অনুপ্রেরণা ॥ দিশা

স্পোর্টস রিপোর্টার ॥ জীবন মানেই উত্থান-পতন। জীবন মানেই হাসি-কান্না। এক জীবনে কখনও আসে হতাশা, কখনও অপার আশা। বিকেএসপির এ্যাথলেট দিশা সুলতানার ক্ষেত্রেও তাই হলো। শনিবার দিনটি আক্ষরিক অর্থেই ‘শনি’ময় ছিল দিশার। ‘এ কে এম শামসুজ্জোহা স্মৃতি জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’র দ্বিতীয় ও সমাপনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা লং জাম্প ইভেন্টে অন্যতম শিরোপাপ্রত্যাশী হয়েও ন্যূনতম তাম্রপদকও পায়নি মানিকগঞ্জের মেয়ে, সুদর্শনা দিশা (বিকেএসপির আয়েশা সিদ্দিকা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাদিয়া খানম ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার তিন্নি হাসান সুইটি এ ইভেন্টে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়)। রেজাল্ট ঘোষণার আগেই বুঝে ফেলে সে কি হতে যাচ্ছে। হতাশায় ভেঙ্গে পড়ে সে। উ™£ান্তের মতো বসে পড়ে ট্র্যাকে। দেখাচ্ছিল ক্লান্ত, বিধ্বস্ত। চোখ বেয়ে গড়াচ্ছে অঝোর অশ্রুধারা। সতীর্থরা এগিয়ে গেল তার দিকে। চেষ্টা করল সান্ত¡না দেয়ার। কিন্তু কিছুতেই তাতে স্বাভাবিক হচ্ছে না দিশা। বাঁধ মানছে না আবেগ। বেড়ে যাচ্ছে কান্নার দমক। একটু পরেই দিশার আরেকটি ইভেন্ট আছে। ৪ গুণিতক ১০০ মিটার রিলে। সব প্রতিযোগী ট্র্যাকে দাঁড়িয়ে অবস্থান নিয়েছে। মাইকে বারবার উচ্চারিত হচ্ছে দিশার নাম। সতীর্থরা উদ্বিগ্ন হয়ে দিশাকে বুঝিয়ে-শুনিয়ে ট্র্যাকে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু দিশা কিছুতেই কারও কথা শুনছে না। একপর্যায়ে খবর পেয়ে ব্যস্ত হয়ে দিশার কাছে ছুটে এলেন দেশের সাবেক প্রখ্যাত এ্যাথলেট এবং বর্তমানে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। দিশা তাকে দেখেই জড়িয়ে ধরল। মিমু দিশার হাত বুলিয়ে আদর করলেন। সেই সঙ্গে দিলেন সান্ত¡নার বাণী- ‘তোমার এ কান্নাই একদিন তোমাকে জেতাবে। এ শোকই হবে জয়ের শক্তি। এটা তোমার হার নয়, এটা হবে তোমার জেদ!’ এদিকে মাইকে দিশার নাম বলা হচ্ছে। মিমুও পারলেন না দিশাকে ট্র্যাকে পাঠাতে। ট্র্যাকে না গিয়ে দিশা কাঁদতে কাঁদতে তার ট্রাউজার্স পরে ফেলল। মিমু বুঝতে পারলেন দিশার মনের অবস্থাটা- ‘আসলে এ অবস্থায় ও দৌড়ালে রেজাল্ট ভাল হবে না। থাক তাহলে।’ এ আসরে ২০১৪ সালে ১০০ মিটার বালিকা ইভেন্টে স্বর্ণপদক পেয়েছিল দিশা। তার টাইমিং ছিল ১৩.২০ সেকেন্ড। কোচ আবদুল্লাহ্-হেল-কাফি ও ফৌাজিয়া হুদা জুঁইয়ের নাম।
×