ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরস্কৃত পুরুষ-মহিলা ফুটবলাররা

‘বাফুফের বর্ণিল এ্যাওয়ার্ড নাইট’

প্রকাশিত: ০৬:০১, ২৪ মে ২০১৫

‘বাফুফের বর্ণিল এ্যাওয়ার্ড নাইট’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে ‘বাফুফে এ্যাওয়ার্ড নাইট-২০১৫’ অনুষ্ঠিত হয়। ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০১৩-১৪ মৌসুমে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা পুরুষ, মহিলা ও উদীয়মান সেরা ফুটবলারদের পুরস্কৃত করার পাশাপাশি ২০০৯-২০১০ থেকে ২০১৩-২০১৪ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার ফুটবল, চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ফুটবল লীগের সব চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল, ২০১৪ পাইওনিয়ার ফুটবলের তৃতীয় স্থান অর্জনকারী দল, ২০০৯, ২০১০ ও ২০১৩ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ তিন গোলদাতাকে (দেশীয়) সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল বাফুফে এ্যাওয়ার্ড নাইটের প্রথম আসর। ২০১৩-২০১৪ মৌসুমের সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন শেখ জামাল ধানম-ি ক্লাবের মিডফিল্ডার মামুনুল ইসলাম। এছাড়া সেরা নারী ফুটবলার ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড সাবিনা খাতুন, সেরা উদীয়মান পুরুষ ফুটবলার ঢাকা মোহামেডানের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সেরা উদীয়মান নারী ফুটবলার ময়মনসিংহের সানজিদা আক্তার। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হন এনামুল হক (২০০৯), মিঠুন চৌধুরী (২০১০) এবং ওয়াহেদ আহমেদ (২০১৩)। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন- শিল্পী আঁখি আলমগীর, আরফিন রুমী, কর্নিয়া, সাজিদ ওয়াজেদ। এছাড়া নৃত্য পরিবেশন করেন নিটল শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য শেখ মোঃ মারুফ হাসান, সত্যজিৎ দাস রূপু, শেখ জামাল ধানম-ি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহসভাপতি বাদল রায়সহ অনেকে।
×