ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবিবার শুরু ফ্রেঞ্চ ওপেন

তৃতীয় পর্বেই ভিক্টোরিয়াকে পাচ্ছেন সেরেনা!

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ মে ২০১৫

তৃতীয় পর্বেই ভিক্টোরিয়াকে পাচ্ছেন সেরেনা!

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা এককে কঠিন চ্যালেঞ্জের সামনে সেরেনা উইলিয়ামস। শুক্রবারের ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালের আগেই তাকে মোকাবেলা করতে হতে পারে ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ভেনাস উইলিয়ামসের। সবকিছু ঠিকঠাকভাবে চললে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় পর্বেই শীর্ষ বাছাই সেরেনার প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে ভিক্টোরিয়া আজারেঙ্কার। আর বেলারুশ সুন্দরীর বাধা পেরুতে পারলে শেষ ষোলোতে পেতে পারেন বড় বোন ভেনাস উইলিয়ামসকে। দ্বিতীয় বাছাই বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করবেন। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে তার বড় প্রতিপক্ষ হিসেবে বাধা হয়ে দাঁড়াতে পারেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। বর্তমান সময়ে মহিলা এককে টেনিস কোর্ট মাতাচ্ছেন বেশ ক’জন তারকা খেলোয়াড়। যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা অন্যতম। রবিবার শুরু রোলা গারোয় শিরোপা জয়ের দৌড়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে সেরেনা-শারাপোভা। আর এবারের আসরটি হবে দু’জনের কাছেই গুরত্বপূর্ণ। কারণ বিংশ শতাব্দীর বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দু’বার করে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন তারা। বিংশ শতাব্দীতে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। ইতোমধ্যে অবসর নিয়েছেন তিনি। তাই আসন্ন টুর্নামেন্টটি সেরেনা ও শারাপোভার কাছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জও। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি পাকাপোক্তভাবেই ধরে রেখেছেন কৃষ্ণকলি সেরেনা। বর্তমান সময়ে টেনিস কোর্টের রানী বলা হয় তাকে। তাই প্রত্যেক টুর্নামেন্টেই হট ফেবারিট হিসেবেই শুরু করেন তিনি। ফ্রেঞ্চ ওপেনেও তার ব্যতিক্রম না। তবে এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে চিন্তাটা একটু বেশিই থাকে সেরেনার। কারণ অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বল্ডন ও ইউএস ওপেনে পাঁচ বা তার অধিক শিরোপা অনায়াসেই জিতেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে দুটিতেই আটকে আছেন তিনি। প্রথমটি ২০০২ সালে। আর দ্বিতীয়টি প্রায় ১ যুগের পর। অর্থাৎ ২০১৩ সালে। তাই এই টুর্নামেন্টে নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি, ‘আমার শোকেসে তিন গ্র্যান্ডসøামের ট্রফিগুলো পাঁচ ও ছয়ের মধ্যে। একমাত্র ফ্রেঞ্চ ওপেনই দুটি। আর এখানে খুব ভালও খেলতে পারিনি। তবে এবার সেই চিত্র পাল্টে দিতে চাই। ভাল খেলতে চাই।’ বর্তমান যুগে সেরেনার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয় শারাপোভাকে। আর আসন্ন টুর্নামেন্টে দু’জনের প্রতিদ্বন্দ্বীর আবহটা বেশি। কারণ ফ্রেঞ্চ ওপেনে সমান দু’বার করে শিরোপা জিতেছেন টেনিসের এই দুই নক্ষত্র। তাই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টিও সামনে চলে এসেছে এবার। এ বিষয়ে সেরেনা বলেন, ‘গত কয়েক বছর ধরে সব টুর্নামেন্টেই শারাপোভার প্রধান প্রতিপক্ষ ভাবা হচ্ছে আমাকে। আর আসন্ন ফ্রেঞ্চ ওপেনে সেটি আরও অনেক বড় রূপ নিয়েছে। দু’জনেরই শিরোপা দুটি করে। যে জিতবে তারই শিরোপা তিনে পৌঁছাবে। এ বিষয়টি আমার মস্তিষ্কেও আছে।’
×