ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমুদ্র ও আকাশ পথে গোয়েন্দা বিমানের টহল অব্যাহত থাকবে ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫২, ২৩ মে ২০১৫

সমুদ্র ও আকাশ পথে গোয়েন্দা বিমানের টহল অব্যাহত থাকবে ॥ যুক্তরাষ্ট্র

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের নির্মাণাধীন কৃত্রিম দ্বীপের আকাশপথ থেকে চলে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে চীনের নৌবাহিনীর বারংবার সতর্ক করার পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমার বিমান ও সমুদ্রপথে টহল অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। বুধবার ওই এলাকা দিয়ে উড়ে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত গোয়েন্দা বিমান পি-৮-পসিডনের ক্রুদের চীনা নৌবাহিনী আটবার সতর্কবার্তা দেয়। আমেরিকান পাইলটরা যখন এর জবাবে বলেন যে, বিমানটি আন্তর্জাতিক বিমানপথ দিয়ে যাচ্ছে, সে সময় একজন চীনা রেডিও অপারেটর উত্তেজিত কণ্ঠে বলেন, ‘এটি চীনা নৌবাহিনী... তোমরা এখান থেকে চলে যাও! পসিডন বিমানটি ৪,৫০০ মিটারের নিম্নতম উচ্চতায় উড়ে যাচ্ছিল। বিমানটি থেকে নতুন দ্বীপগুলোর যে ফুটেজ নেয়া হয়, তাতে দেখা যায় সেখানে ব্যস্ত নির্মাণ ও ড্রেজিং তৎপরতা চলছে এবং চীনা নৌবাহিনীর জাহাজগুলো কাছাকাছি অবস্থান করছে। এ ঘটনা এবং দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের আশপাশে সম্প্রতি ফিলিপিন্স সামরিক বাহিনীর একটি বিমানকে ওই এলাকা ত্যাগ করতে বলার চীনা সতর্কবার্তায় আভাস পাওয়া যায় যে, বেজিং সেখানকার নতুন দ্বীপগুলোর চারপাশে একটি নিজস্ব সামরিক অঞ্চল বলবত করতে চায়। খবর ইয়াহু নিউজের।
×