ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাবি ছাত্রের করুণ মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৮, ২২ মে ২০১৫

বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাবি ছাত্রের করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সামিউলের বাড়ি গাইবান্ধা জেলায়। তার বাবার নাম আবদুল মালেক সরকার। আজ শুক্রবার স্কুল পর্যায়ের একটি বিজ্ঞান প্রতিযোগিতা উপলক্ষে বিভাগের কয়েক শিক্ষার্থী কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাজসজ্জার কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সামিউল একটি লোহার স্ট্যান্ড ধরেছিলেন। স্ট্যান্ডটি এক সময় অডিটরিয়ামের ভেতরের একটি বিদ্যুতের প্লাগের সঙ্গে লেগে যায়। ঘটনাস্থলে থাকা কয়েক শিক্ষার্থী তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউল মারা যান।
×