ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিক প্রদানে শীর্ষে পিএসজি!

প্রকাশিত: ০৩:৫৩, ২২ মে ২০১৫

পারিশ্রমিক প্রদানে শীর্ষে পিএসজি!

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে শীর্ষ মজুরি প্রদানকারী ক্লাবের স্থানটি দখল করে নেয় ফ্রান্সের এই ক্লাবটি। ‘দ্য গ্লোবাল স্পোটর্স সেলারিজ’ জরিপ ২০১৫ অনুযায়ী পিএসজি তাদের প্রথম দলের খেলোয়াড়দের বাৎসরিক গড়ে ৫.২৯৯ মিলিয়ন পাউন্ড (৮.২৩৬মিলিয়ন ডলার, ৭.৪১৬ মিলিয়ন ইউরো)। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট অনুযায়ী গত বছর এই তালিকার শীর্ষে ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এবার তাদের স্থানটি দখল করে নিয়েছে পিএসজি। গত বছর ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বাৎসরিক গড় পারিশ্রমিক ছিল ৫.০১৫ মিলিয়ন পাউন্ড। এবার তাদের টপকিয়ে শীর্ষে উঠে আসে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ক্লাবটি। তবে পিএসজির দাবি, তারা এখনও সেলারি অনুযায়ী এখনও স্পোটর্সের ব্র্যান্ড দলে পরিণত হতে পারেনি। এ বিষয়ে এক বিবৃতিতে প্যারিস সেইন্ট জার্মেই জানায়, ‘এই নিয়ে টানা তিনবার ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। কিন্তু সেই তুলনায় পিএসজি এখনও গ্লোবাল স্পোর্টসের ব্র্যান্ড হতে পারেনি।’ তারা এই জরিপের সঙ্গে কোন বাস্তবতার মিল নেই বলেও দাবি করেছে। এ বিষয়ে তারা বিবৃতিতে উল্লেখ করেছে যে, ‘জরিপে যে রকম পারিশ্রমিক মূল্য উল্লেখ করেছে তাতে আমাদের সঙ্গে কোন মিল নেই। এটা সুস্পষ্টভাবেই অতিরিক্ত পারিশ্রমিক মূল্য ধরা হয়েছে।’ এই জরিপ অনুযায়ী গত মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে। তাদের জরিপ অনুযায়ী স্প্যানিশ ক্লাবটি খেলোয়াড়দের বাৎসরিক গড়ে ৫,০৪০ মিলিয়ন পাউন্ড অর্থ প্রদান করে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার অবস্থান চারে। স্প্যানিশ ক্লাবটি বাৎসরিক গড়ে ৪,৭১৫ মিলিয়ন পাউন্ড অর্থ প্রদান করে খেলোয়াড়দের। সেরা দশে ইংলিশ প্রিমিয়ার লীগের দল আছে সর্বোচ্চ চারটি। ম্যানচেস্টার সিটির অবস্থান তিনে। তারা ৫,০১৫ মিলিয়ন পাউন্ড অর্থ ব্যয় করে খেলোয়াড়দের পেছনে। ষষ্ঠ স্থানে আছে সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। খেলোয়াড়দের পেছনে ব্যয় করে বাৎসরিক গড়ে ৪,৬৭৯ মিলিয়ন পাউন্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া চেলসি আছে অষ্টম স্থানে। আর্সেনালের স্থান দশে। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ দখল করেছে সপ্তম স্থানটি। এছাড়া পারিশ্রমিক প্রদানের ভিত্তিতে সেরা দশে জায়গা পেয়েছে আমেরিকার দুটি বেসবল দলও। পঞ্চম স্থানে লস এ্যাঞ্জেলস ডোজার্স এবং নবম স্থানে নিউইয়র্ক ইয়াঙ্কিস।
×