ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

লালমনিরহাটে ব্যবসায়ী খুন কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৭:০৩, ২১ মে ২০১৫

লালমনিরহাটে ব্যবসায়ী খুন কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। লালমনিরহাটে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করেছে ওষুধ ব্যবসায়ীকে। এছাড়া মাদারীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর নিজস্ব সংবাদদাতার। কিশোরগঞ্জ ॥ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে পাষ- স্বামী আবু তাহের (৫৫) স্ত্রী কাজল বেগমকে (৫০) শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরপুক্ষিয়া মৃধা বাড়ির আবু তাহের দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। মঙ্গলবার গভীর রাতে ২ সন্তানের জননী ঘুমন্ত স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লালমনিরহাট ॥ বুধবার ভোরে জেলা শহরের এয়ারপোর্ট রোড়ে ছিনতাইকারীরা একরামুল হক নয়ন (২৬) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই সময় পুলিশ মোটরসাইকেলসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করে। এরা হলো পিয়ারুল (২৮), শাকিলুর রহমান (২৩), ইছা মামুদ (১৭) ও মজনু মিয়া (৪২)। জানা যায়, শহরের নর্থবেঙ্গল মোড়ে আলিফ মেডিকেল স্টোরের মালিক একরামুল হক নয়নকে ভোরে এয়ারপোর্ট রোড়ে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সামনে পড়ে। এ সময় ৪ ছিনতাইকারীকে পুলিশ মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে। নয়নকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত যুবক নয়ন শহরের নর্থ বেঙ্গল এলাকার মৃত আছের আলীর পুত্র। মাদারীপুর ॥ মাদারীপুরে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের জলকার ব্রিজ এলাকায় সকালে একটি মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃহদেহ উদ্ধার করে।
×