ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জেরার্ডকে সম্মাননা- ম্যানইউর সেরা ডি গিয়া, লিভারপুলের কাউটিনহো

প্রকাশিত: ০৬:৪৮, ২১ মে ২০১৫

জেরার্ডকে সম্মাননা- ম্যানইউর সেরা ডি গিয়া, লিভারপুলের কাউটিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। শেষ হতে যাওয়া মৌসুমে রেড ডেভিলসরা তেমন সাফল্য না পেলেও পোলপোস্টে ডি গিয়া ছিলেন অপ্রতিরোধ্য। এ কারণে ওয়েন রুনি, রবিন ভ্যান পার্সি, এ্যাঞ্জেল ডি মারিয়াদের পেছনে ফেলে বছরের সেরা হয়েছেন ডি গিয়া। ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কাউটিনহো। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছেন রাহিম স্টারলিং। সদ্যই লিভারপুলকে বিদায় জানানো স্টিভেন জেরার্ডকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। গোলপোস্টে পুরো মৌসুম জুড়েই অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেছেন ডেভিড ডি গিয়া। তারপরও ওল্ডট্রাফোর্ডে তার ভবিষ্যত অনিশ্চিত। কারণ বার্সিলোনার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেস ম্যানইউতে যোগ দেয়ায় তার ইংলিশ পরাশক্তি ক্লাবটিতে থাকার সম্ভাবনা নেই বললেই। স্প্যানিশ জায়ান্ট রিয়ালে ইকার ক্যাসিয়াসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ডি গিয়ার নামটাই বেশি শোনা যাচ্ছে। খেলোয়াড় ও সমর্থকদের ভোটে দুই বিভাগেই বর্ষসেরার খেতাব জেতেন ডি গিয়া। প্রায় ৭০০ অতিথির সামনে অবশ্য ক্লাব ছাড়ার বিষয়ে কোন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। এ্যাওয়ার্ড হাতে নিয়ে ডি গিয়া বলেন, সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। সবার সহযোগিতায় দারুণ একটি মৌসুম পার করেছি। সকলের প্রতি আমার ভালবাসা থাকবে। বর্ষসেরার তালিকায় থাকা স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মাতা সেরা গোলের এ্যাওয়ার্ড জিতেছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাতা বলেন, পরের মৌসুমে আমরা প্রত্যেকটি আসরে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। প্রিমিয়ার লীগে গতবার লিভারপুলের সেরা খেলোয়াড় হয়েছিলেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এবার তিনি না থাকায় সেরার তকমা জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান কাউটিনহো। লিভারপুলের ইসিএইচও এ্যারেনাতে জাঁকজমকপূর্ণ এ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ও সমর্থকদের ভোটে দুই বিভাগেই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কাউটিনহো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার মৌসুমের সেরা গোলের পুরস্কারও জিতে নেন। গত মাসে ঘোষিত পিএফএ বর্ষসেরা দলে জায়গা করে নেন কাউটিনহো। এছাড়াও ২২ বছর বয়সী এই মিডফিল্ডার পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলারের তালিকায় তৃতীয় স্থানে থাকেন। এবারের মৌসুমে দ্য রেডসদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল করলেও মাঝমাঠে তিনি দুর্দান্ত পারফার্মেন্স প্রদর্শন করেন। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছেন ইংলিশ তারকা রাহিম স্টারলিং। লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন না করায় ২০ বছর বয়সী এই স্ট্রাইকারের ক্লাব ছাড়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এসবের পাশাপাশি ক্লাবের হয়ে অসামান্য কৃতিত্বের জন্য স্টিভেন জেরার্ডকে বিশেষ সম্মাননা দেয়া হয়। গত ১৭ মে ঘরের মাঠ এ্যানফিল্ডে লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন এই কিংবদন্তি ফুটবলার। চলতি মৌসুম শেষেই আমেরিকার মেজর লীগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমাবেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
×