ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবেশ দূষণের কারণে গাজীপুরে আরসিকোলা কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৬:০৪, ২১ মে ২০১৫

পরিবেশ দূষণের কারণে গাজীপুরে আরসিকোলা কারখানার উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২০ মে ॥ গাজীপুরের পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসিকোলা কারখানার উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। কারখানার নির্গত বর্জ্যে জলাবদ্ধতা সৃষ্টি ও এলাকার পরিবেশ দূষণের দায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত গঠন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুরে অবস্থিত পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসিকোলা কারখানার নির্গত বর্জ্যে আশপাশের প্রায় ৫ বর্গকিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীববৈচিত্র্যের পরিবেশ মারাত্মক দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রাস্তা ও বাড়িঘরে দুর্গন্ধযুক্ত দূষিত পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক পুনরাদেশ না দেয়া পর্যন্ত আরসিকোলাসহ ওই কারখানার সব রকম উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
×