ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁচের সবচেয়ে বড় ব্রিজ চালু

প্রকাশিত: ০৫:৫১, ২১ মে ২০১৫

কাঁচের সবচেয়ে বড় ব্রিজ চালু

অভিনব কাণ্ড ঘটানো কিংবা অভিনব কোন কিছু সৃষ্টিতে চীনাদের জুড়ি মেলা ভার। তাদের নিত্যনতুন অভিনবত্বে বিশ্ববাসী মুগ্ধ। চীনাদের অভিনবত্বের বড় এক প্রমাণ কাঁচের তৈরি ব্রিজ। লোহা, ইস্পাত, কাঠ, বাঁশ নয়, কাঁচের। সবচেয়ে ভঙ্গুর জিনিস দিয়ে ব্রিজের মতো বড়সড় কাঠামো তৈরি করা চাট্টিখানি কথা নয়। চীন অত্যন্ত সফলভাবে গত বছর এই ব্রিজটি তৈরি করেছিল। কিন্তু এতদিন জনসাধারণের জন্য তা চালু করা হয়নি। আগামী জুলাই থেকে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির হুনান প্রদেশের ঝাঁংজিজাই জাতীয় বিজ্ঞান পার্কে এই ব্রিজটি অবস্থিত। এর মধ্যে দিয়েই চীনের সৌন্দর্য স্থাপনার তালিকা আরও দীর্ঘ হলো। চীনের দাবি অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে উঁচু এবং লম্বা কাঁচের বটম ব্রিজ। ব্রিজটির মূল আকর্ষণ হলো এটির ফ্লোর। ব্রিজটির ফ্লোর নির্মাণে কোন কাঠ বা স্টিল ব্যবহার করা হয়নি। এটা পুরোাঁই কাঁচের তৈরি। ফ্লোর দিয়ে নিচে তাকালে মনে হবে শূন্যে ভেসে বেড়াচ্ছে। ব্রিজটি ৯৮০ ফুট উচ্চতায় তৈরি। যাদের উচ্চতা ভীতি আছে, তাদের এই ব্রিজে না উঠার জন্য পরামর্শ দেয়া হয়েছে। ঝাঁংজিজাই গ্র্যান্ড ক্যানিয়নের ওপর টিয়ানমান মাউন্টেনে নির্মিত এই ব্রিজটি ৪৩০ মিটার লম্বা ও ৬ মিটারপ্র্রশস্ত। এর নক্সা করেছেন ইসরায়েলী আর্কিটেক্ট হাইম ডোঁটান। সূূত্র: সিএনএন
×