ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিচয় শনাক্ত না হওয়ায় ১২ লাশ আঞ্জুমানে

প্রকাশিত: ০৭:৫১, ২০ মে ২০১৫

পরিচয় শনাক্ত  না হওয়ায়  ১২ লাশ  আঞ্জুমানে

স্টাফ রিপোর্টার ॥ পরিচয় শনাক্ত করতে না পারায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে ১২ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্ছুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে মর্গ থেকে এসব মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্গ সূত্র জানায়, এই ১২টি লাশে মধ্যে পাঁচজন নারী ও সাতজন পুরুষ। এসব মরদেহ ঢাকার রেলওয়ে, বিমানবন্দর, দারুস সালাম, আশুলিয়া, সাভার হাইওয়ে, তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা থেকে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। মিরপুরে চার ডাকাত গ্রেফতার ॥ মঙ্গলবার বিকেলে মিরপুর এলাকায় ডাকাতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পালিয়ে যায় ডাকাতদলের আরও ৩ সদস্য। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পালিয়ে যাওয়া ডাকাতদের খুঁজে বের করতে পুলিশ ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন।
×