ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কানাডা আরও গভীর সম্পর্ক গড়তে আগ্রহী ॥ হাইকমিশনার

প্রকাশিত: ০৭:৫০, ২০ মে ২০১৫

কানাডা আরও গভীর  সম্পর্ক গড়তে  আগ্রহী ॥  হাইকমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনু পিয়েরে লাঘাবে বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কানাডার হাই কমিশনার বেনু পিয়েরে লাঘাবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তিনি কানাডার পররাষ্ট্রমন্ত্রী রব নিকলসনের পাঠানো একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নিকট হস্তান্তর করেন। এ সময় কানাডার হাই কমিশনার বাংলাদেশের সঙ্গে কানাডা আরও গভীর সম্পর্ক গড়তে আগহী বলে জানান। কানাডা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে চায় বলেও জানান হাই কমিশনার।
×