ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরকে সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৭:১৫, ২০ মে ২০১৫

মুসা বিন শমসেরকে সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত ধনকুবের ব্যবসায়ী মুসা বিন শমসেরকে সাত কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে বাহক মারফতে বনানীতে মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকো কার্যালয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠায় দুদক। মুসার পক্ষ থেকে এ নোটিসটি গ্রহণ করা হয়েছে। এ নোটিস প্রদানের কারণে মুসা বিন শমসেরকে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদককের কাছে পেশ করতে হবে। এর আগে গত ৫ মে কমিশনের দৈনন্দিন সভার সিদ্ধান্তে মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিস জারির অনুমোদন দিয়েছেন দুদক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান। অনুমোদনের পর মঙ্গলবার তার ঠিকানায় নোটিস পাঠায় দুদক। দুদকের কাছে সম্পদের তথ্য গোপন করলে এবং যথাসময়ে দাখিল না করলে এখন তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটির।
×