ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লতিফুর রহমানের ব্যাংক হিসাব জানতে চেয়ে সব তফসিলী ব্যাংকে রাজস্ব বোর্ডের চিঠ

প্রকাশিত: ০৭:১৪, ২০ মে ২০১৫

লতিফুর রহমানের ব্যাংক হিসাব জানতে চেয়ে সব তফসিলী ব্যাংকে রাজস্ব বোর্ডের চিঠ

বিডিনিউজ ॥ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার স্ত্রী শাহনাজ রহমানের ব্যাংক হিসাবের তথ্যের খোঁজে মাঠে নেমেছে রাজস্ব গোয়েন্দারা। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল-সিআইসি থেকে দেশের তফসিলী ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই ব্যবসায়ী ও তার স্ত্রীর গত ৭ বছরের ব্যাংক হিসাব জানতে চেয়েছে সিআইসি রাজস্ব বোর্ডের গোয়েন্দা বিভাগ। তবে লতিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। মঙ্গলবার রাতে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তবে এনবিআর বা সিআইসি যদি আমার কোন তথ্য সংগ্রহ করতে চায়, তাহলে অবশ্যই করতে পারে।’ জনাব লতিফুর বলেন, আমার দেয়া বিবরণীতে কোন অসামঞ্জস্য নেই।’ সিআইসির চিঠিতে এই দুই ব্যক্তির ২০০৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ সব ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে। গণমাধ্যম ব্যবসা ছাড়াও ট্রান্সকম গ্রুপের বেভারেজ, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিকস, ভোগ্যপণ্য ও গুদ্ধজাত শিশুখাদ্যের ব্যবসা রয়েছে।
×