ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপমন্ত্রীর দিকে তাকিয়ে হকি ক্লাবগুলো

প্রকাশিত: ০৫:৫৯, ২০ মে ২০১৫

উপমন্ত্রীর দিকে তাকিয়ে হকি ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার ॥ দলবদলের সময় ঘনিয়ে আসছে। অথচ এখনও হকিতে অচলাবস্থা নিরসনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। হকি ক্লাবগুলো অনেক আশা নিয়ে অপেক্ষা করছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের দিকে। ২৪-২৬ মে দলবদলের তারিখ ঘোষণা করেছে হকি ফেডারেশন। বিদ্রোহী দলগুলো (মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স, বাংলাদেশ স্পোর্টিং) এখন পর্যন্ত দলগঠনের চেষ্টামাত্র করেনি! এছাড়া যারা গত প্রিমিয়ার লীগে অংশ নিয়েছে তাদেরও একই অবস্থা! আবাহনী ও ঊষা ক্লাবের কর্মকর্তারা বলেছেন দলবদলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত ১৩ মে ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বৈঠকে ক্রীড়া উপমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কিছুদিনের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, লোকমান হোসেন ভূঁইয়া, কায়সার সিনহা ও দেওয়ান শফিউল আরেফিন টুটুলদের নিয়ে পরবর্তীতে সভায় বসবেন। তিনি আশা প্রকাশ করেন যে, হকি সমস্যা অচিরেই কেটে যাবে এবং সবদলের অংশগ্রহণেই লীগ হবে। তার এ বক্তব্যের পর সাতদিন কেটে গেলেও এখন পর্যন্ত কোন ক্লাব কোন আশার অলো দেখেনি। এ জন্য লীগে অংশ নেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছে না। দলবদলের বাকি আছে ৪ দিন। ঊষা ক্লাবের যুগ্ম সম্পাদক সাফায়েত হোসেন ডালিম বলেন, ‘আমরা এখনও দল গঠনের জন্য কোন প্রক্রিয়াই সম্পন্ন করিনি। কোন খেলোয়াড়ের সঙ্গেও আলাপ আলোচনা হয়নি। উপমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশায় আছি কোন সুসংবাদ শোনার অপেক্ষায়। তার কাছ থেকে কোন খবর পেলে দল গঠনে আমাদের কোন বেগ পেতে হবে না আশা করি। উপমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি আমরা।’
×