ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা দেশে ফেরায় জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয় ॥ আমু

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ মে ২০১৫

শেখ হাসিনা দেশে ফেরায় জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয় ॥ আমু

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার মধ্য দিয়ে জিয়াউর রহমানের পাকিস্তানী ভাবধারার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তি পাকিস্তানী ভাবধারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে তা সফল হতে পারেনি। শেখ হাসিনার আগমনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। বঙ্গবন্ধুর পর বাংলার মাটিতে শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আসেনি। সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তৃতা করছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ। সালাহউদ্দিনকে নিয়ে গল্প তৈরি হচ্ছে ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, কেউই আইনের উর্ধে নয়। সালাহউদ্দিন আহমেদকেও সব আইনী প্রক্রিয়া মেনেই জনসম্মুখে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। সোমবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সালাহউদ্দিনকে নিয়ে একটার পর একটা গল্প তৈরি করা হচ্ছে। আজ দেখলাম তার স্মৃতিভ্রম হয়েছে। উনার যদি স্মৃতিভ্রম হয় তাহলে ১১ মিনিট উনি কি কথা বলেছেন সেটা তো বুঝতেই পারছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিকেই বলতে হবে সালাহ উদ্দিন আহমেদ এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কার সঙ্গে ছিলেন। তিনি বলেন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ে আইজিপি মত পরিবর্তন করেছেন। পুরস্কারও ঘোষণা করেছেন। বিলম্ব হলেও এটি ভাল উদ্যোগ। ডাঃ এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথ প্রমুখ।
×