ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘শেষ অধ্যায়’ নাটকের শূটিং শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মে ২০১৫

‘শেষ অধ্যায়’ নাটকের শূটিং শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার আপনঘর-২ হাউসে ৬ পর্বের ঈদের ধারাবাহিক ‘শেষ অধ্যায়’ নাটকের শূটিং শুরু হয়েছে। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। পরিচালনা করছেন মিনহাজুল ইসলাম অভি। লাইম লাইট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করছেন ইসমত আরা লেমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ জয়শ্রী কর জয়া, সজল, সুমাইয়া শিমু, লামিয়া মিমো, ইশরাত জাহান তন্নি, ইসমত আরা লেমন, ঝুনা চৌধুরী, বড়দা মিঠু, পাভেল ইসলাম, সাজু আহমেদ, বাদল, দিলু, জুয়েল হোসাইন দুলাল প্রমুখ। ‘শেষ অধ্যায়’ নাটকটি আগামী ঈদ-উল-ফিতরে একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে। এই নাটকের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অপরাধচিত্র এবং দরিদ্র মেয়েদের কিভাবে ভিকটিম বানানোসহ অপরাধের বিভিন্ন ধরনকে তুলে ধরা হবে।
×