ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উষ্ণ রক্তের মাছ

প্রকাশিত: ০৫:৩০, ১৮ মে ২০১৫

উষ্ণ রক্তের মাছ

আমেরিকার ন্যাশনাল ওসেনিক এ্যান্ড এ্যাটমসফিয়ার এ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো উষ্ণ রক্তের একটি মাছের সন্ধান পেলেন। মাছটির নাম ওপা। বিজ্ঞানীরা জানান, মাছটির কানসার টিস্যু এমনভাবে সাজানো যে, শিরা থেকে ঠাণ্ডা রক্ত প্রবাহিত হয়ে বিপরীতমুখী উষ্ণ রক্তের সঙ্গে মিলিত হয়। ফলে যে রক্ত কানসার দিকে আসছে তা গরম হয়। মাছটি তার হৃদযন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি করতে সক্ষম। এতে করে সে আরও গভীরের ঠাণ্ডা স্তরে চলে যেতে পারে। এ ক্ষেত্রে অন্য মাছ যেমন টুনা বা লামনিড শার্ক গভীরে চলে গেলে আবারও তাদের উষ্ণ হতে ওপরের স্তরে ফিরে আসতে হয়। বিজ্ঞানীরা এই মাছের তাপমাত্রা পরিমাপের জন্যে এর দেহে একটি সেন্সর বসিয়ে দেন। টানা আট মাস ধরে এর চলাচল পর্যবেক্ষণ করা হয়। বিজ্ঞানীদের মতে, মাছটি অন্য স্তন্যপায়ী প্রাণী ও পাখির মতো গোটা দেহে উষ্ণ রক্ত ছড়িয়ে দেয়। কাজটি করতে তারা পাখনাগুলোকে অনবরত নাড়াতে থাকে। এই মাছ পাখনা দুটোকে পাখির মতো ওপর-নিচ নাড়াতে থাকে। এর মাধ্যমে চলাচলের কাজটিও সম্পন্ন করে তারা। ঠাণ্ডা পানির তাপ থেকে এদের বুকের পেশিকে আলাদা করে রাখে চর্বির একটি স্তর। সূত্র : ফক্স নিউজ
×