ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিবীয় শ্রমবাজারে নিষিদ্ধ বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৯, ১৮ মে ২০১৫

লিবীয় শ্রমবাজারে নিষিদ্ধ  বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ায় বাংলাদেশী কর্মী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়া থেকে অবৈধভাবে নৌপথে বাংলাদেশীদের ইউরোপে যাওয়ার চেষ্টার অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশের আরও একটি বড় শ্রমবাজার বন্ধ হয়ে গেল। সূত্র জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকারের মুখপাত্র হাতেম উরাইবি শনিবার এই নিষেধাজ্ঞার কথা জানান। যদিও এই সরকার গত বছর রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় পূর্বাঞ্চলভিত্তিক এই সরকারকে ‘বৈধ’ বলে স্বীকৃতি দিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিযেছে, হাতেম উরাইবি বাংলাদেশী শ্রমিকদের লিবিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন। লিবিয়া সরকারের এই মুখপাত্রের অভিযোগ, বাংলাদেশী শ্রমিকরা লিবিয়ার প্রতিষ্ঠানে কাজ করতে আসেন। কিন্তু এরপর তারা অবৈধভাবে নৌযানে চড়ে ইউরোপে পাড়ি জমান। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকারী তৎপরতার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা পূর্বাঞ্চলভিত্তিক সরকারের আওতাভুক্ত স্থল সীমান্ত, নদী ও সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে কার্যকর হবে। এর বেশি কিছু জানাননি ওই মুখপাত্র। লিবিয়ার পশ্চিমাঞ্চলের ওপর পূর্বাঞ্চলভিত্তিক সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। ত্রিপোলির পতনের পর পশ্চিমাঞ্চলে পাল্টা সরকার গঠন করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। পশ্চিমাঞ্চলের উপকূলকে মানব পাচারের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে মানবপাচারকারীরা। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সহিংসতা গোটা দেশেই ছড়িয়ে পড়ে। ভেঙ্গে পড়ে দেশটির রাষ্ট্রীয় কর্তৃত্ব। এমন প্রেক্ষাপটে মানব পাচারকারীদের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে লিবিয়া। উল্লেখ্য, গত মাসে ভূমধ্যসাগরে এক নৌযানডুবিতে ৯শ’র মতো অভিবাসী নিহত হন। অভিবাসীবাহী ওই নৌযানটি লিবিয়ার ত্রিপোলি থেকে রওনা দিয়ে ইতালি অভিমুখে যাচ্ছিল।
×