ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার ফুটবলে জয়ের দেখা পেল বিজেএমসি

প্রকাশিত: ০৫:২১, ১৮ মে ২০১৫

প্রিমিয়ার ফুটবলে জয়ের দেখা  পেল বিজেএমসি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের পয়েন্ট টেবিলের তলানির দুই দলের ম্যাচ ছিল রবিবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসি ৪-০ গোলে হারায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। লীগে এটা বিজেএমসির প্রথম জয়! এ স্বস্তির জয় যেন বিজেএমসিকে উপহার দিল বেঁচে থাকার জন্য কিঞ্চিৎ অক্সিজেন। কেননা পয়েন্ট টেবিলের ১১ দলের মধ্যে সর্বশেষ স্থানটি ছিল বিজেএমসির। ফরাশগঞ্জকে হারিয়ে একাদশ থেকে দুই ধাপ উন্নীত হয়ে তারা এখন নবম স্থানে (৯ ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৫, সমান ম্যাচে সমান পয়েন্ট চট্টগ্রাম আবাহনীরও, তবে গোলগড়ে পিছিয়ে থাকায় চট্টগ্রামের ক্লাবটি নেমে গেছে দশম স্থানে)। আপাতত রেলিগেশনের চক্কর থেকে মুক্ত হলো তারা। পক্ষান্তরে ৯ ম্যাচে এটা ফরাশগঞ্জের পঞ্চম হার। ৪ পয়েন্ট নিয়ে দশম থেকে তলানিতে, অর্থাৎ একাদশ স্থানে নেমে গেল পুরান ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। ম্যাচে ২০ মিনিটে ফরোয়ার্ড নাবিব নওয়াজ জীবনের ক্রসে হেড দিয়ে বিজেএমসিকে লিড এনে দেন ফরোয়ার্ড মেহেদী হাসান তপু (১-০)। ৫২ মিনিটে একক প্রচেষ্টায় বিজেএমসির সেনেগালের ফরোয়ার্ড দুদু সনকো প্রতিপক্ষ দলের দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে শটে বল পাঠান ফরাশগঞ্জের জালে (২-০)। ৫৮ মিনিটে জাকির হোসেন জিকুর ক্রসে বল পেয়ে শটে গোল করেন ফরোয়ার্ড জীবন (৩-০)। ইনজুরি টাইমে সোনকো আরেকটি গোল করেন (৪-০)।
×