ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডে থেকে হ্যাডিনের অবসর

প্রকাশিত: ০৫:১৯, ১৮ মে ২০১৫

ওয়ানডে থেকে হ্যাডিনের অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স আটত্রিশ ছুঁই ছুঁই। খেলেছেন তিন তিনটি বিশ্বকাপে। সর্বশেষ ঘরের মাটিতে শিরোপা পুনরুদ্ধারে উইকেটের পেছনে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। একজীবনে আর কী লাগে? অস্ট্রেলিয়া তারকা ব্র্যাড হ্যাডিন এবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন রঙিন পোশাকের ওয়ানডে ক্রিকেটকে। ‘সত্যি বলতে, অস্ট্রেলিয়ার হয়ে আমি যা পেয়েছি, তা অনেকের ভাগ্যে হয় না। ঘরের মাটিতে বিশ্বকাপ জিতে ওয়ানডেকে বিদায় জানানোর সুযোগটা তাই হাতছাড়া করতে চাইনি। সব ভেবেই রঙিন পোশাক খুলে রাখার সিদ্ধান্ত। তবে দেশের হয়ে আরও কিছুদিন টেস্ট খেলতে চাই।’ রবিবার সংবাদমাধ্যমকে বলেন হ্যাডিন। বিশ্বকাপ শুরুর পর মাইকেল ক্লার্ক সবার আগে ইঙ্গিতটা দিয়েছিলেন। অধিনায়ক তখন বলেছিলেন, হ্যাডিনের সঙ্গে রঙিন পোশাকে এটিই হতে যাচ্ছে শেষ টুর্নামেন্ট। কিন্তু হ্যাডিন নিজে কিছু জানাননি। বলেছিলেন, তার ভাবনায় কেবলই বিশ্বকাপ। অস্ট্রেলিয়াকে ফের চ্যাম্পিয়ন দেখতে চান। শেষ অবদি স্বপ্ন সত্যি হয়েছে। মেলবোর্নের গ্র্যান্ড ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে উল্লাসে মাতে ক্লার্ক-বাহিনী। উৎসবের সেই মিছিলে ছিলেন বর্ষীয়ান হ্যাডিনও। অথচ থাকতে পারতেন, জর্জ বেইলি! কারণ ফর্মের বিচারে দেশটির নাম্বার ওয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেইলিই। সে ভীন্ন কাহিনী। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে বিমানে চড়ার একদিন আগে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হ্যাডিন আরও বলেন, ‘ক্যারিয়ারে অস্ট্রেলিয়াকে র‌্যাঙ্কিংসেরা হতে দেখেছি, ছিলাম তিন তিনটি বিশ্বকাপে। তার ওপর ঘরের মাটিতে বিশ্বকাপ পুনরুদ্ধারে দলের সঙ্গে থাকা অনেক গৌরবের। দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি আমি। অস্ট্রেলিয়ার অনেক অর্জনে সাক্ষী হতে পেরে গর্বিত।’ দীর্ঘ চৌদ্দ বছরের ওয়ানডে ক্যারিয়ারে হ্যাডিন দেশের জন্য অনেক কিছু করেছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। সিএর প্রধান জেমস সাদারল্যান্ড বলেন, ‘দারুণ একটি ওয়ানডে ক্যারিয়ার উপহার দেয়ার জন্য হ্যাডিনকে ধন্যবাদ জানাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’ তিনি আরও যোগ করেন, ‘এক যুগের বেশি সময় ক্রিকেটীয় মেধা দিয়ে অস্ট্রেলিয়াকে দারুণ কিছু উপহার দিয়েছে হ্যাডিন। তার জন্য পুরো অস্ট্রেলিয়াই গর্বিত। আশা আসন্ন সিরিজে টেস্ট ক্রিকেটকে আরও কিছু দিয়ে যাবে সে।’ ধারণা করা হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে (ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি) ও ইংল্যান্ডের মাটিতে গৌরবময় এ্যাশেজ সিরিজ খেলে টেস্ট থেকেও অবসর নেবেন হ্যাডিন। আসন্ন দুটি সফরই যে সাদা পোশাকে তার শেষ সিরিজ, সেই ইঙ্গিতও দিয়েছেন সাদারল্যান্ড। উইন্ডিজ সফরে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফিতে দুটি টেস্ট খেলবে অসিরা। ডমিনিকায় প্রথম টেস্ট শুরু ৩ জুন। ইংলান্ডের কার্ডিফে ৮ জুলাই শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের এ্যাশেজ সিরিজ, যেটিতে অংশ নিয়ে সকল ধরনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন হ্যাডিন। হোবার্টে ২০০১ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবির্ভাব। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ১২৬ ওয়ানডেতে নিয়েছেন ১৭০টি ক্যাচ, স্ট্যাম্পিং ১১। উইকেটের পেছনে কঠিন দায়িত্ব সামলানোর পাশাপাশি ২ সেঞ্চুরিতে ব্যাট হাতে করেছেন ৩১২২ রান। সবচেয়ে বড় এ বয়সেও দলের বোঝা হয়ে নয়, প্রতিনিধিত্ব করেছেন সামনে থেকে। ওয়ানডের হ্যাডিনকে অনেক দিন মনে রাখবে অস্ট্রেলিয়া।
×