ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে বছরে পুড়ে ছাই হয় কোটি টাকার সম্পদ

প্রকাশিত: ০৪:৩১, ১৮ মে ২০১৫

না’গঞ্জে বছরে পুড়ে ছাই হয় কোটি টাকার সম্পদ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৭ মে ॥ শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে ফায়ার স্টেশনের স্বল্পতার কারণে হাজারো শিল্প কারখানা অগ্নিঝুঁকি রয়েছে। শিল্প প্রতিষ্ঠানের তুলনায় ফায়ার স্টেশন অপ্রতুল থাকায় বছরে কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। এখানকার হাজারো কারখানা অগ্নিঝুঁকিতে থাকার কথা স্বীকার করেছেন খোদ ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই। নারায়ণগঞ্জে অন্তত আরও ১২টি ফায়ার স্টেশন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ জেলাটি শিল্পবহুল এলাকা। ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জে আনুমানিক ৮-১০ হাজার ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। পক্ষান্তরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, ম-লপাড়া, নিতাইগঞ্জ, বন্দর ও কাঞ্চনে পাঁচটি ফায়ার স্টেশন রয়েছে। আরও তিনটি ফায়ার স্টেশন নির্মাণাধীন রয়েছে। ফায়ার স্টেশনের স্বল্পতার কারণে ফতুল্লা কিংবা কাঁচপুরসহ যেখানে কাছাকাছি ফায়ার সার্ভিস নেই সেখানে আগুন লাগার ঘটনার খবর পেলেও যানজটের কারণে ফায়ারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় বিলম্ব হচ্ছে। ফলে পুড়ে ছাই হয় মূল্যমান সম্পদ। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ফায়ার স্টেশনের স্বল্পতার কারণে বছরে কোটি কোটি টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক এবিএম মমতাজউদ্দিন জানান, ফায়ার স্টেশনের স্বল্পতার কারণে হাজারো শিল্প কারখানা অগ্নিঝুঁকিতে রয়েছে। ফতুল্লার বিসিক শিল্পনগরীতে প্রথম শ্রেণীর ফায়ার স্টেশনটির নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। আড়াইহাজারে ফায়ার স্টেশনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
×