ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে দলিল লেখক সমিতির লাগাতার কর্মবিরতি

প্রকাশিত: ০৪:৩১, ১৮ মে ২০১৫

ঈশ্বরদীতে দলিল লেখক সমিতির লাগাতার  কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ চার ব্যক্তিকে নিবন্ধন অধিদফতরের মহাপরির্দশক কর্তৃক দলিল লেখক হিসেবে নিবন্ধন আদেশ দেয়ার প্রতিবাদে এবং নিবন্ধন আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ঈশ্বরদী দলিল লেখক সমিতি। এতে রেজিস্ট্রি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার রাতে দলিল লেখক সমিতির সভাপতি তৈয়ব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রমতে, ঈশ্বরদীর অনভিজ্ঞ চার ব্যক্তি সম্প্রতি নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক কর্তৃক দলিল লেখক হিসেবে নিবন্ধন আদেশ নিয়ে এসেছেন। নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি দলিল লেখক হিসেবে নিবন্ধন পেতে হলে তাকে যে কোন লেখকের সহকারী হিসেবে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সম্প্রতি যে চার ব্যক্তিকে দলিল লেখক হিসেবে নিবন্ধন আদেশ দেয়া হয়েছে তাদের দলিল লেখার কোন পূর্ব অভিজ্ঞতা নেই।
×