ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে দেড় শতাধিক শিশুর উচ্চ রক্তচাপ শনাক্তকরণ সেবা

প্রকাশিত: ০৪:৩০, ১৮ মে ২০১৫

বিএসএমএমইউতে দেড় শতাধিক শিশুর   উচ্চ রক্তচাপ  শনাক্তকরণ সেবা

বিশ্ব হাইপারটেশন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে রবিবার বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ (আজিজ সুপার মার্কেট সংলগ্ন)-এ ৩য় তলায় ৩০৪ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের বিনামূল্যে উচ্চরক্তচাপ শনাক্তকরণ সেবা প্রদান করা হয়। কর্মসূচীতে অংশ নিয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডাঃ গোলাম মাঈন উদ্দিন, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ রণজিত রঞ্জন রায়, সহযোগী অধ্যাপক ডাঃ আফরোজা বেগম এবং সহকারী অধ্যাপক ডাঃ সাইমুল হকসহ বিভাগীয় চিকিৎসকগণ দেড় শতাধিক শিশু রোগীকে চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া একই দিন দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সঙ্গে তাঁর কার্যালয়ে প্রবীণদের চিকিৎসা সংক্রান্ত বিষয় ‘জেরিয়াট্রিক মেডিসিন’ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসন অনুষদের ডীন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, রোটারিয়ান রফিক আহমেদ সিদ্দিক প্রমুখ। Ñবিজ্ঞপ্তি
×