ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঙ্গল থেকে সূর্যাস্ত

প্রকাশিত: ০৪:২৩, ১৮ মে ২০১৫

মঙ্গল থেকে সূর্যাস্ত

মঙ্গল থেকে সূর্যকে দেখতে আমাদের প্রথিবী থেকে দেখা সূর্যের তুলনায় অনেক ছোট। মঙ্গলে সূর্য যখন বিদায় নিচ্ছিল তখন সারা আকাশ নীলাভ হয়ে ওঠে। সূর্যের হলুদ ও রক্তিম রশ্মি মঙ্গলের আকাশে ছড়িয়ে পড়ে। সবকিছু নিয়ে বর্ণালী পরিবেশে সূর্য অস্ত যায়। কিন্তু সূর্যাস্তের সময় নীলাভ আকাশের সাক্ষী হয়ত আমরা থাকি না। -জি নিউজ
×