ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গরুর রচনা লিখতে না পারায়...

প্রকাশিত: ০৪:২১, ১৮ মে ২০১৫

গরুর রচনা লিখতে না পারায়...

গরুর রচনা লিখতে না পারায় ও চতুর্থ শ্রেণীর গণিতের একটি সমস্যা সমাধান করতে না পারায় ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে রাজ্যটির উচ্চ আদালত। বিচারক তার পর্যবেক্ষণে শিক্ষাক্ষেত্রে স্কুল নামক এসব ‘খাবারের দোকান’ বন্ধ করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির। দক্ষিণ কাশ্মিরের একটি স্কুলে রেহবার-ই-তালিম বা শিক্ষা তত্ত্বাবধায়ক হিসেবে মোহাম্মদ ইমরান খানের নিয়োগ নিয়ে করা একটি শুনানির সময় শুক্রবার এসব নির্দেশনা দেন বিচারক মুজাফ্ফর আত্তার। পিটিশনে দায়ের করা অভিযোগে বলা হয়, দিল্লী উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও নাগাল্যান্ডের গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইস্যু করা ইমরানের সার্টিফিকেটগুলো ভুয়া। দিল্লী শিক্ষা বোর্ড থেকে ইস্যু করা ইমরানের মার্কশীটে তিনি উর্দুতে ৭৪ শতাংশ, ইংরেজীতে ৭৩ শতাংশ ও গণিতে ৬৬ শতাংশ নম্বর পেয়েছেন বলে লেখা রয়েছে। আদালত এক জ্যেষ্ঠ আইনজীবীকে শিক্ষক ইমরানকে অনুবাদ করার জন্য একটি সহজ বাক্য দিতে বলে বাক্যটি ইংরেজী থেকে উর্দুতে এবং উর্দু থেকে ইংরেজীতে অনুবাদ করার নির্দেশ দেন। কিন্তু ইমরান তা করতে ব্যর্থ হন। তখন এই শিক্ষককে উর্দুতে ‘গরু’ বিষয়ে একটি রচনা লিখতে বলা হয়, তাতেও ব্যর্থ হন তিনি।
×