ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনায় করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:১২, ১৮ মে ২০১৫

খুলনায় করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খালিশপুরস্থ ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে রবিবার সকালে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২-এর করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। সেমিনারে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। রাজস্ব আদায় বৃদ্ধি এবং করদাতাদের রাজস্ব প্রদানে উৎসাহ দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের উন্নয়নে করদাতাদের কর দেয়া অপরিহার্য। এটি সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মূসক ব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব, সহজে পরিপালনযোগ্য, গতিশীল এবং সময়োপযোগী করার লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে। নতুন এ আইনে ইলেকট্রনিক পদ্ধতিতে মূসক দাখিল করা হচ্ছে। এর ফলে নানা বিষয়ে সীমাবদ্ধতা দূর হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থানায় করদাতাগণ আগের চেয়ে আরও বেশি অগ্রহী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম সভাপতিত্ব করেন।
×