ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ মে ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ′ভরা পালে′ বলতে কবিতায় কোন বিষয় বোঝানো হয়েছে? ক) পালে বাতাস বয়ে খ) বাতাসে পাল উড়িয়ে গ) পালে আলো লগিয়ে ঘ) বাতাসে পাল ভরে ২. ‘কবর’ কবিতায় ‘এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে’-কাদের কথা বলা হয়েছে? ক) সমাজের লোকদের খ) স্বামী-সংসারের লোকজন গ) বাপের বাড়ির লোকদের ঘ) আত্মীয়-স্বজনদের ৩. নিজেচর শুদ্ধ বানানটি চিহ্নিত কর। ক) বিভীষিকা খ) বিভিষীকা গ) বিভীষীকা ঘ) বীভিষীকা ৪. শূণ্য নদীর তীরে রহিনু পড়ি- ব্যলতে বোঝানো হয়েছে- ক) আসন্ন ও অনিবার্য সাফল্যের ইঙ্গিত খ) একাকী হওয়ার ইঙ্গিত গ) আসন্ন মৃত্যুর ইঙিগত ঘ) আসন্ন ও অনিবার্য ব্যর্থতা ইঙ্গিত ৫. ′শুধু তুমি নিয়ে যাও′-এর পরের অংশটুকু কী? ক) ক্ষণিক এসে খ) কূলেতে এসে গ) ক্ষণিক হেসে ঘ) কূলেতে হেসে ৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটি কোন ধরনের রচনা? ক) গবেষণামূলক খ) শিক্ষামূলক গ) উদ্দেশ্যমূলক ঘ) ব্যাঙ্গাত্মক ৭. বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল কত সালে? ক) ১৯৬৭ সালে খ) ১৯৬৮ সালে গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৭০ সালে ৮. ‘বাংলাদেশ’ কবিতায় কবি কাদের ‘মরু-পশু’ বলেছেন? ক) আরবদের খ) পাকিস্তানিদের গ) আফগানদের ঘ) বেদুইনদের ৯. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? ক) পাড়াতলী খ) পাহাড়তলী গ) পাহাড়পুর ঘ) পুঠিয়া ১০. ‘ধরণী-মেরীর যীশু’ হিসেবে কবি কাকে আখ্যা দিয়েছেন? ক) কৃষকদের খ) তরুণদের গ) মাঝিদের ঘ) বৃদ্ধাদের ১১. দুর্নীতির কারণে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ও পশাসনিক প্রক্রিয়ার কী অবস্থা হয়? ক) সচল হয় খ) বাধাগ্রস্থ হয় গ) নিস্ক্রিয় হয় ঘ) সক্রিয় হয় ১২. ফটোগ্রাফের নিষ্পলক ছবি কোন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? ক) কালের নিষ্ঠুরতার খ) অভিমানের গ) ভয়ের ঘ) শোকের ১৩. ‘রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা’-এটি কী? ক) উপমা খ) চিত্রকল্প গ) অনুষঙ্গ ঘ) দৃষ্টান্ত ১৪. শরৎচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) পাবনা খ) হুগলী গ) চব্বিশ পরগনা ঘ) ফেনী ১৫. ল্যাটিন শব্দ ′ঈড়ৎৎঁঢ়ঃঁং′-এর অর্থ কী? ক) বিধ্বস্ত খ) ধ্বংস গ) নষ্ট ঘ) বিকৃত ১৬. লেখকেরাও অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন-এখানে ′হাততালি′ অর্থ- ক) নিজেকে প্রকাশ করা খ) প্রেরণা লাভ করা গ) স্বীকৃতি লাভ করা ঘ) নিজেকে বড় করা ১৭. ন্যাড়ো চরিত্রে কার ছেলেবেলার সঙ্গে মিল রয়েছে? ক) মৃত্যুঞ্জয়ের খ) শরৎচন্দ্রের গ) খুড়ার ঘ) সাপুরের ১৮. কলিমদ্দির একচালা ঘরের সামনে কতটুকু পরিমাণ জমি রয়েছে ক) পাঁচ কাঠা খ) এক কাঠা গ) দুই কাঠা ঘ) তিন কাঠা ১৯. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ক) ১৯৪৬ খ) ১৯৪৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৪৯ ২০. ‘কবর’ কবিতায় অপূর্ণ পর্বের মাত্রা কত? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ২১. ′কলিমদ্দি দফাদার′ গল্পের প্রধান চরিত্র কোনটি? ক) সুমতি খ) হরিমতি গ) লেখক ঘ) কলিমদ্দি ২২. ‘এনাটমি’ বলতে বোঝায় - র. শরীর বিদ্যা রর. অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা ররর. কঙ্কাল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. ‘হত্যা ব্যবসায়ী’ কারা? ) পাকিস্তানি শাসকেরা খ) পাকিস্তানি সেনারা গ) রাজাকার বাহিনী ঘ) আল-বদর বাহিনী ২৪. ‘পাঞ্জেরি’ কবিতায় ফুটে উঠেছে- র. ইসলামী চেতনা রর. স্বদেশ চেতনা ররর. স্বাধীনতার আকাঙ্ক্ষা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৫. মৃত্যুঞ্জয় নাম কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো? ক) মৃত্যুর ফলে খ) অসুস্থতা থেকে বেঁচে গ) সাপে কাঁটার ফলে ঘ) বিলাসীকে বিয়ে করার ফলে ২৬. মানুষের মতো তুলসী গাছটিও শিকার হয়েছে - র. ধর্ম বৈষম্যের রর. সমাজনীতির ররর. রাজনীতির নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. ‘জীবন-বন্দনা’ কবিতায় ‘উদ্ধত-শির’ কী ‘রুখিতে’ পারে না? ক) দুর্জয়-গতি খ) জীবন-আবেগ গ) সিন্ধু-নীর ঘ) গিরি-নি:স্রাব ২৮. ′অর্ধাঙ্গী′ প্রবন্ধে ′বিলাতী সভ্যতা′ বলতে বোঝানো হয়েছে- ক) পাশ্চাত্য সভ্যতা খ) ব্রিটিশ সভ্যতা গ) ইউরোপীয় সভ্যতা ঘ) আধনিক সভ্যতা ২৯. ‘দেড়ী’ শব্দের অর্থ কী? ক) বিলম্ব খ) ড়েরগুণ গ) দেখা ঘ) পুত্রবধু ৩০. প্রমথ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব? ক) লেখকেরা খ) পাঠকেরা গ) শিক্ষকেরা ঘ) রাজনীতিবিদেরা ৩১. পাঞ্জেরির আসমান কিসে ভরা? ক) মেঘে খ) তারা গ) নক্ষত্র ঘ) কুয়াশা ৩২. ‘বাংলাদেশ’ কবিতাটির প্রথম স্তবকে ফুটে উঠেছে- ক) মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা খ) ভাষা আন্দোলনের কথা গ) বাংলার জনগণের কথা ঘ) আবহমান বাংলার সংস্কৃতি ৩৩. শিক্ষা ও সাহিত্যকর্মের লক্ষ্য- র. এক নয় রর. সাদৃশ্যপূর্ণ ররর. স্বতন্ত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. ′অর্ধাঙ্গী′ প্রবন্ধের লেখক কে? ক) সুফিয়া কামাল খ) রোকেয়া সাখাওয়াত হোসেন গ) সেলিনা হোসেন ঘ) সনজীদা খাতুন ৩৫. ‘অপরাহ্নের গল্পে’ স্পেডকে স্পেড বলাই বাঞ্ছনীয়’ বাক্যটিতে যে সত্যকে স্বীকার করে নেওয়া হয়েছে, তা - ক) অভিশপ্ত খ) নৈতিকতা বর্জিত গ) অবাস্তব ঘ) বাস্তব ৩৬. মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার কাজ কী ছিল? ক) ধর্মতত্ত্ব প্রচার করা খ) কৃষি কাজ করা গ) ব্যবসা করা ঘ) ভাইপোর নানাবিধ দুর্নাম রটানো
×