ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্পদ ও মুনাফা বেড়েছে এনবিএলের

প্রকাশিত: ০৬:২৬, ১৭ মে ২০১৫

সম্পদ ও মুনাফা বেড়েছে এনবিএলের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) শেয়ার প্রতি আয় (ইপিএস) ও সম্পদ মূল্য (এনএভি) দুটোই বেড়েছে। সমাপ্ত বছরে ব্যাংকটির ইপিএস বড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ ও এনএভি বেড়েছে ২ দশমিক ৯২ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ মে বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে, আলোচিত বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৭০ পয়সা। আর নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৭ টাকা ২৭ পয়সা। ২০১৩ সালেও ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
×