ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিয়ান ওপেন

সেমিতে হ্যালেপ-শারাপোভা

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ মে ২০১৫

সেমিতে হ্যালেপ-শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা এবং তারই স্বদেশী দারিয়া গ্যাব্রিলোভা। এছাড়াও টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ আর স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। কোয়ার্টার ফাইনালে রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা হারান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ক্রিস্টিনা ম্যাকহেলকে হারিয়ে সেমির টিকেট কাটেন দারিয়া গ্যাব্রিলোভা। শেষ আটের লড়াইয়ে সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ ছিলেন তারই স্বদেশী আলেকজান্দ্রা দুলগহিরো। তবে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে পরাজিত করে বড় চমকটা দেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। মারিয়া শারাপোভার সঙ্গে ভিক্টোরিয়া আজারেঙ্কার ইতিহাসটা দীর্ঘদিনের। এবারের লড়াইয়ের আগে দুজনের লড়াই ছিল সমান ৭-৭। তবে ক্লে কোর্টে আজারেঙ্কার বিপক্ষে সব সময়ই এগিয়ে মাশা। ক্লে কোর্টের তিনবার মোকাবেলায় সবকটিতেই জয়ের দেখা পেয়েছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই শারাপোভা। শুক্রবার তিনি ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন বেলারুশ সুন্দরী আজারেঙ্কাকে। শেষ আটের লড়াইয়ে টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা আজারেঙ্কাকে পরাজিত করতে শারাপোভার সময় লাগে ১ ঘণ্টা ৩২ মিনিট। টেনিস কোর্টে দুই তারকারই সময়টা ভাল কাটছে না। দুই তারকাই এক সময় টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। কিন্তু দুজনই এবার নিজেদের হারিয়ে খুঁজছেন। সম্প্রতি শেষ হওয়া মাদ্রিদ মাস্টার্সের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন শারাপোভা। তবে ধাক্কা সামলিয়ে আবারও স্বরূপে ফিরেছেন তিনি। ইতালিয়ান ওপেনের শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেন শারাপোভা। তাই সেমিফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত রুশ সুন্দরী। টুর্নামেন্টের ফাইনালে উঠার লড়াইয়ে এখন তার প্রতিপক্ষ স্বদেশী খেলোয়াড় দারিয়া গ্যাব্রিলোভা। তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গ্যাব্রিলোভা দুর্দান্ত খেলছেন। সম্প্রতি সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। আর ইতালিয়ান ওপেনের সেমিফাইনালই তার ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ সেমিফাইনাল। শুধু তাই নয়, এর আগে মারিয়া শারাপোভার বিপক্ষে একবার খেলেছিলেন গ্যাব্রিলোভা। সেবার মাশাকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। তবে এবার বেশ সতর্ক শারাপোভা। সেইসঙ্গে প্যারিস ওপেনে হারের সেই প্রতিশোধটাও নিতে চান তিনি। এ বিষয়ে মারিয়া শারাপোভা বলেন, ‘আমি জানি সে (গ্যাব্রিলোভা) এবার বেশ কিছু কঠিন লড়াই জিতেই সেমিফাইনালে উঠেছে। এই সপ্তাহে অনেকটা সময়ই কোর্টে কাটিয়েছে সে। এমনকি সেমিফাইনাল জিততেও সে কোর্টে অনেক সময় লড়াই করতে প্রস্তুত। তার বিপক্ষে জেতার জন্য আমিও প্রস্তুত। তার বিপক্ষে প্যারিসে আমার আরও ভাল কিছু দেয়া উচিত ছিল। কিন্তু সেবার যা পারিনি আশা করি এবার তার সবটুকু দিয়েই লড়াই করব। অন্যথায় সে সুযোগ কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নেবে।’ অন্য সেমিফাইনালের লড়াইটাও জম্পেশ হবে। সম্প্রতি শেষ হওয়া মাদ্রিদ মাস্টার্সে চ্যাম্পিয়ন হন পেত্রা কেভিতোভা। আর চেক প্রজাতন্ত্রের টেনিস তারকাকে হারিয়েই শেষ চারের টিকেট কাটেন কার্লা সুয়ারেজ নাভারো। কোয়ার্টার ফাইনালে স্পেনের দশম বাছাই কার্লা সুয়ারেজ নাভারো ৬-৩ এবং ৬-২ গেমে হারান পেত্রা কেভিতোভাকে। এছাড়া সিমোনা হ্যালেপের সময়টাও দারুণ কাটছে। সর্বশেষ প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে আসেন তিনি। সেমিতে উঠার লড়াইয়ে দ্বিতীয় বাছাই হ্যালেপ ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন আলেকজান্দ্রা ডুলগহিরোকে। সুয়ারেজের বিপক্ষে ৫-৪ ব্যবধানে এগিয়ে আছেন সিমোনা হ্যালেপ। এমনকি শেষ তিনবারের মুখোমুখিতে সবগুলোতেই জয় পান তিনি। তবে এবার কার্লা সুয়ারেজের অতিরিক্ত শক্তি আত্মবিশ্বাস। কেননা সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে দারুণ খেলছেন তিনি। আগামী ১৯ মে থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট। তার আগে ইতালিয়ান ওপেন জেতা মানেই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামা। আর তাই সেমির লড়াই জিতে ফাইনালে উঠতে সকলেই নিজেদের সেরাটা দিতে মরিয়া।
×