ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাপাসিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ মে ২০১৫

কাপাসিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ মে ॥ গাজীপুরের কাপাসিয়ায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার কাপাসিয়া থানা এ্যাসোসিয়েশন অব ইউএসএ (ইন্ক)-এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনের সভাপতি এমডি এ খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, এমএ কবির, আনোয়ারা কবির, সালমা খায়ের প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফজলুর রহমান মোল্লা। অনুষ্ঠানে উপজেলার ৭৪টি স্কুলের অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ছাত্র/ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রবীণ শিক্ষক সিরাজ উদ্দিন বিএসসিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, প্রবাসে বাংলাদেশীরা কষ্ট করে অর্থ উপার্জন করেন। এই অর্থ থেকে বাংলাদেশে শিক্ষা বিকাশের যে উদ্যোগ কাপাসিয়া থানা এ্যাসোসিয়েশন ইউএসএ নিয়েছে তা দৃষ্টান্ত হতে পারে। সরকার দেশের সকল সামাজিক খাতেই উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি যদি প্রবাসীরা এমন কাজে এগিয়ে আসেন তবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি কাপাসিয়া উপজেলায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে শুধু কাপাসিয়া নয়, বাংলাদেশ খুব দ্রুত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
×