ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ মে ২০১৫

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) নিহত হয়েছেন। শহরের অদূরে ধর্মঘর এলাকায় শনিবার বেলা সোয়া ১১টায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। কতিপয় সন্ত্রাসী তাঁকে গুলি করে জঙ্গলে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পরিবারের সদস্যরা জানান, আনুমানিক বেলা ১১টায় সতীন্দ্র লাল ত্রিপুরা বাড়ি থেকে বের হন। ১০-১৫ মিনিট পর খাগড়াছড়ি ছড়ার পাড়ে গিয়ে তারা লাশ দেখতে পান। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তাঁকে হত্যার পর তারা জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। সতীন্দ্র লাল ত্রিপুরা সেনাবাহিনীর সার্জেন্ট (অব) ছিল বলে জানা গেছে। সদর থানার অফিসার ইনচার্জ সামছুদ্দিন ভূইয়া জানান, খুব কাছ থেকে সতীন্দ্র লাল ত্রিপুরাকে গুলি করা হয়। তাঁর ঘাড়ে গুলি লাগে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এক রাউন্ড গুলি পাওয়া গেছে। নিহতের বোন মতি রানী ত্রিপুরা জানান, সম্প্রতি নিরাপত্তাবাহিনীর সদস্যরা এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে মোবাইলে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল।
×